জেমি ডের পাওনা পরিশোধ না করায় বাফুফেকে ফিফার জরিমানা
চুক্তির বরখেলাপ করে বাংলাদেশ দলের সাবেক প্রধান কোচ জেমি ডের পারিশ্রমিক পরিশোধ না করায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) আর্থিক জরিমানা করেছে ফিফা।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার দেওয়া নির্দেশের বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে। তারা জানিয়েছে, সংশ্লিষ্ট বিষয়ে ফিফার কাছে যথাযথ আপিল প্রক্রিয়া অনুসরণের জন্য তাদের লিগ্যাল ডিপার্টমেন্ট কাজ করছে।
গত বছরের সেপ্টেম্বরে জেমিকে প্রধান কোচের পদ থেকে দুই মাসের জন্য অব্যাহতি দেওয়া হয়। এরপর তাকে আর ফেরানো হয়নি দায়িত্বে। তার সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ ছিল চলতি বছরের অগাস্ট পর্যন্ত। কিন্তু তাকে বাকি সময়ের পাওনা অর্থ বুঝিয়ে দেওয়া হয়নি। এতে পারিশ্রমিক চেয়ে আইনজীবীর মাধ্যমে ফিফার কাছে নালিশ করেন জেমি। শেষ পর্যন্ত রায় গেছে তার পক্ষে।
Comments