এবার স্কোয়াড থেকেই বাদ রোনালদো

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে প্রথম একাদশে সুযোগ মিলছিল না। খেলতেন বদলি হিসেবে। সবশেষ টটেনহ্যাম হটস্পার্স ম্যাচে ছিলেন না বদলি হিসেবেও। এবার সে ধারায় স্কোয়াড থেকেই বাদ পড়লেন ক্রিস্তিয়ানো রোনালদো। চেলসির বিপক্ষে পরবর্তী গুরুত্বপূর্ণ ম্যাচের একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে এ পর্তুগিজ তারকাকে।

বিষয়টি এক বিবৃতি দিয়েই জানিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বৃহস্পতিবার সে বিবৃতিতে বলা হয়েছে, 'চেলসির বিপক্ষে প্রিমিয়ার লিগের এই শনিবারের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের স্কোয়াডে থাকবেন না ক্রিস্তিয়ানো রোনালদো। দলের বাকিরা সেই ম্যাচের প্রস্তুতিতে পুরোপুরি মনোযোগী।'

মূলত শাস্তি হিসেবেই রোনালদোকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। বুধবার রাতে টটেনহ্যাম হটস্পার্সের বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছেড়েছিলেন এ পর্তুগিজ। ম্যাচের ৮৯তম মিনিটে মাঠ ছাড়তে দেখা যায় তাকে। যার ছবি ও ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

ম্যাচের একেবারে শেষ দিকে মাঝেমধ্যেই কোচেরা সময়ক্ষেপণ করতে খেলোয়াড় বদল করে থাকেন। কিন্তু ম্যাচের অন্তিম মুহূর্তে বদলি হিসেবে নামা পছন্দ নয় রোনালদোর। ইংলিশ গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, এ বিষয়টি কোচ এরিক টেন হাগকে জানিয়েছেনও এ পর্তুগিজ তারকা।

স্পার্সের বিপক্ষে সে ম্যাচ শেষেই রোনালদোকে শাস্তি দেওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন ইউনাইটেড কোচ টেন হাগ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'এ বিষয়টিতে আমি আজ মনোযোগ দিতে চাই না। আগামীকাল দেখব।'

আর একদিন পার না হতেই জানিয়ে দিয়েছেন শৃঙ্খলা বজায় রাখতে কঠিন সিদ্ধান্ত নিতেও পিছ পা হবেন না এ ডাচ কোচ। এর আগে গত আগস্টে প্রাক-মৌসুমের একটি ম্যাচেও একই কাণ্ড করেছিলেন রোনালদো। রায়ো ভায়েকানোর বিপক্ষে সেই ম্যাচের প্রথম ৪৫ মিনিট খেলানোর পর দ্বিতীয়ার্ধে তাকে বদল করেন টেন হাগ। যে কারণে ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছাড়েন রোনালদো।

তখনও বেশ কিছু ম্যাচে মাঠে নামাননি রোনালদোকে। যদিও ম্যাচ ফিটনেসের অভাবের কথা বলেছিলেন কোচ। কিন্তু ইংলিশ গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, এক প্রকার শাস্তিই দেওয়া হয়েছিল রোনালদোকে। এবার কোনো রাখঢাক না রেখে রীতিমতো বিবৃতি দিয়েই শাস্তির বিষয়টি পরিষ্কার করে দেন টেন হাগ।

বুধবার রাতে ওল্ড ট্রাফোর্ডে ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে শুরু থেকেই দাপুটে ফুটবল খেলে টটেনহ্যামের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দলের হয়ে একটি করে গোল করেছেন ফ্রেদ ও ব্রুনো ফার্নান্দেজ। ম্যাচে তিনটি বদল আনলেও এদিন রোনালদোকে মাঠে নামানোর প্রয়োজন মনে করেননি ইউনাইটেড কোচ।

Comments

The Daily Star  | English

Ritu Porna brace takes Bangladesh to verge of history

Peter Butler's charges beat favourites Myanmar 2-1 in Asian Cup Qualifiers

55m ago