এমন হবে ভাবতেই পারেননি পেদ্রি
চ্যাম্পিয়ন্স লিগের আশা টিকে থাকবে, না খেলতে হবে ইউরোপা লিগে, তা নিশ্চিত হবে আগামীকাল মঙ্গলবারই। এর আগে বেশ দোলাচলেই রয়েছে বার্সেলোনা। ভিক্তরিয়া প্লাজেনকে হারালেই নকআউট পর্ব নিশ্চিত হয়ে যাবে ইন্টার মিলানের। ভিন্ন ফলাফলে টিকে থাকবে বার্সার আশা। তবে চলতি মৌসুমে এমন পরিস্থিতিতে দাঁড়াবেন তা প্রত্যাশাই করতে পারেননি দলের স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রি।
বার্সেলোনার সমীকরণটা এখন সবমিলিয়ে বেশ জটিল। সবচেয়ে বড় কথা ভাগ্যও থাকতে হবে সঙ্গে। যেখানে আগের চার ম্যাচে যার ছিটেফোঁটাও মিলেনি। তার উপর স্বপ্নটা টিকে আছে এমন একটি দলের উপর যারা কিনা চ্যাম্পিয়ন্স লিগে জয় তো দূরের কথা, কোনো ম্যাচে প্রতিদ্বন্দ্বিতাও করতে পারেননি। হজম করেছে ১৬টি গোল। তাও তাদের ঘরের মাঠে হলেও আশা ছিল। কিন্তু খেলতে হবে সানসিরোতে।
কিন্তু তারপরও সব কিছুর জন্য নিজেদের প্রস্তুত রাখছেন পেদ্রি, 'এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে আমাদের সঙ্গে যা হয়েছে তা আমরা আশা করিনি। কিন্তু যেভাবেই হোক এটা ঘটেছে এবং এটা খুবই দুঃখজনক। এখন আমাদের কিছুই করার নেই। যদিও ভিক্তরিয়া প্লাজেন এবং ইন্টারের ফলাফল নিয়ে আমাদের একটু আশা রয়েছে। আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে কি হয়। কিন্তু আমরা জানি যে এটা সত্যিই জটিল।'
'যতক্ষণ না এটা ঘটছে, আমাদের বিশ্বাস রাখতে হবে। আমরা জানি যে এমনটা হওয়া খুব, খুবই কঠিন এবং আমাদের অনেক ভাগ্যের প্রয়োজন হবে। কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে,' যোগ করে আরও বলেন পেদ্রি।
অথচ এবার গ্রীষ্মের দল বদলে বেশ চমক দেখিয়ে নতুন আশার সঞ্চার করেছিল বার্সেলোনা। রবার্ট লেভানদোভস্কি, জুলস কুন্দে, ফ্র্যাঙ্ক কেসি, জাভি আলোনসো, হেক্তর বেলেরিন, ক্রিস্তেনসেন ও রাফিনহার মতো খেলোয়াড়দের দলভুক্ত করে দলটি। এছাড়া ফ্রি এজেন্ট হয়ে যাওয়া উসমান দেম্বেলের চুক্তি নবায়নও করে। সবমিলিয়ে তাই প্রত্যাশা ছিল অনেক উঁচুতে। আর মৌসুমের শুরুটাও ছিল দারুণ।
কিন্তু বায়ার্ন মিউনিখের বিপক্ষে ভালো খেলেও হারের পর সব চিত্র বদলে যায় বলে মনে করেন পেদ্রি, 'আমার মনে হয় বায়ার্নের বিপক্ষে হারলেও আমরা ভালো খেলা খেলেছি, কিন্তু আমরা গোল করতে পারিনি। অন্য ম্যাচগুলোতে আমরা স্বস্তিতে ছিলাম না এবং আমাদের মতো আধিপত্য বিস্তার করতে পারিনি। এরপর আর ছন্দে ফিরতে পারিনি, তবে আমাদের উন্নতি করতে হবে যাতে আমরা সামনের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো জিততে পারি।'
Comments