বার্সেলোনার বিদায় ঘণ্টা বাজিয়ে শেষ ষোলোতে ইন্টার

জিতলেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে খেলা নিশ্চিত। এই সমীকরণ জেনে মাঠে নেমেছিল ইন্টার মিলান।
ছবি: এএফপি

জিতলেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে খেলা নিশ্চিত। এই সমীকরণ জেনে মাঠে নেমেছিল ইন্টার মিলান। দাপুটে পারফরম্যান্স দেখিয়ে সেটা মিলিয়ে ফেলল ইতালিয়ান সিরি আর ক্লাবটি। ভিক্টোরিয়ান প্লাজেনকে তারা দিল উড়িয়ে। তাদের জয়ে ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসর থেকে বিদায় ঘণ্টা বেজে গেল বার্সেলোনার।

বুধবার রাতে আসরের 'সি' গ্রুপের ম্যাচে ঘরের মাঠ সান সিরোতে ৪-০ গোলে জিতেছে ইন্টার। হেনরিখ মিখিতারিয়ান দলটিকে লিড পাইয়ে দেওয়ার পর জোড়া গোল করেন এদিন জেকো। চোট কাটিয়ে লম্বা সময় পর মাঠে ফেরা রোমেলু লুকাকু শেষদিকে নিশ্চিত করেন নেরাজ্জুরিদের বড় জয়।

পাঁচ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে এই গ্রুপের দুইয়ে থাকা ইন্টারের পয়েন্ট ১০। এক ম্যাচ কম খেলা স্প্যানিশ ক্লাব বার্সা ৪ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে তাদের ঠাঁই হলো দ্বিতীয় স্তরের মহাদেশীয় আসর উয়েফা ইউরোপা লিগে। বাকি থাকা দুটি ম্যাচে বার্সেলোনা জিতলে এবং ইন্টার একমাত্র ম্যাচে হারলেও হেরফের হবে না তাদের অবস্থানের। কারণ, সেক্ষেত্রে দুই দলের পয়েন্ট সমান ১০ হলেও মুখোমুখি লড়াইয়ে এগিয়ে রয়েছে ইন্টার।

প্রথম লেগে নিজেদের মাঠে ১-০ গোলে বার্সাকে হারিয়েছিল ইন্টার। ফিরতি লেগে প্রতিপক্ষের মাঠ ক্যাম্প ন্যুতে তারা ড্র করে ৩-৩ গোলে। অর্থাৎ, দুই লেগ মিলিয়ে কাতালানদের বিপক্ষে ৪ পয়েন্ট অর্জন করেছে তারা।

ম্যাচের ২৫তম মিনিটে অল্পের জন্য এগিয়ে যাওয়া হয়নি ইন্টারের। বসনিয়া-হার্জেগোভিনার ফরোয়ার্ড জেকোর কাছ থেকে বল পেয়ে যান ফেদেরিকো দিমার্কো। তার নেওয়া কোণাকুণি শট পা দিয়ে ঠেকান গোলরক্ষক ইয়ান্ড্রিক স্টানেক। আক্রমণের ঝাঁজ জারি রেখে কয়েক সেকেন্ডের ব্যবধানে আলেসান্দ্রো বাস্তোনি ক্রস ফেলেন বিপজ্জনক জায়গায়। এবার মিখিতারিয়ানের হেড রুখে দেন স্টানেক। আলগা বলে দিমার্কোর শট চলে যায় মাঠের বাইরে।

দশ মিনিট পর আর জাল অক্ষত রাখতে পারেননি প্লাজেনের গোলরক্ষক। বাম প্রান্ত থেকে বাস্তোনির ক্রসে হেড করতে লাফিয়ে উঠেও নেমে যান জেকো। পিছনে থাকা আর্মেনিয়ার মিডফিল্ডার মিখিতারিয়ান বলে মাথা ছুঁইয়ে এগিয়ে দেন স্বাগতিকদের।

৪০তম মিনিটে ডি-বক্সের মধ্যে দিমার্কো খুঁজে নেন লাউতারো মার্তিনেজকে। আর্জেন্টিনার এই ফরোয়ার্ডের বাঁ পায়ের শট থাকেনি লক্ষ্যে। দুই মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে ইন্টার। মাঝমাঠ থেকে নিকোলো বারেলার উঁচু করে বাড়ানো বল ধরে গোলমুখে ক্রস করেন দিমার্কো। ফাঁকায় থাকা জেকো বল জালে পাঠান অনায়াসে।

দ্বিতীয়ার্ধের দশম মিনিটে বড় বাঁচা বেঁচে যায় প্লাজেন। মিখিতারিয়ানের দূরপাল্লার বাঁকানো শট বাধা পায় পোস্টে। দুই মিনিট পর ফের হতাশ হতে হয় ইন্টারকে। হাকান চালহানোগলু লম্বা করে বল বাড়ান দিমার্কোকে। ইতালির এই মিডফিল্ডারের ক্রসে ভালমতো পা ছুঁইয়েছিলেন লাউতারো। কিন্তু বাম দিকে ঝাঁপিয়ে পড়ে তার শট ফেরান স্টানেক।

৬৬তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলের দেখা পান জেকো। লাউতারোর পাসে গড়ানো শটে নিশানা ভেদ করেন তিনি। ৮৩তম মিনিটে লাউতারোর বদলি হিসেবে মাঠে নামেন বেলজিয়ামের স্ট্রাইকার লুকাকু। তাকে তুমুল করতালি দিয়ে অভ্যর্থনা জানান ইন্টারের সমর্থকরা। চার মিনিট পর প্রত্যাবর্তনকে আপন আলোয় রাঙান তিনি। জোয়াকিন কোরেয়ার সঙ্গে বল দেওয়া-নেওয়া করে লুকাকু নিখুঁত শটে গোল করেন।

এই গ্রুপ থেকে আগেই শেষ ষোলোতে খেলা নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। চার ম্যাচের সবকটিতে জেতা জার্মান বুন্দেসলিগার শিরোপাধারীদের পয়েন্ট ১২। তলানিতে থাকা প্লাজেনের নামের পাশে কোনো পয়েন্ট নেই।

Comments

The Daily Star  | English

Teesta floods bury arable land in sand, leaving farmers devastated

40 unions across 13 upazilas in Lalmonirhat, Kurigram, Rangpur, Gaibandha, and Nilphamari are part of the Teesta shoal region

1h ago