বার্সেলোনার এমন ধাক্কার প্রয়োজন ছিল: জাভি

টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে ছিটকে গেল বার্সেলোনা। আবারও খেলতে হবে ইউরোপা লিগে। স্বাভাবিকভাবেই স্প্যানিশ জায়ান্টদের জন্য এটা বড় ধাক্কা। বড় হতাশারও। তবে উন্নতি করার জন্য এই ধাক্কাটা তাদের প্রয়োজন ছিল বলে মনে করেন দলের প্রধান কোচ জাভি হার্নান্দেজ।
xavi hernandez

টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে ছিটকে গেল বার্সেলোনা। আবারও খেলতে হবে ইউরোপা লিগে। স্বাভাবিকভাবেই স্প্যানিশ জায়ান্টদের জন্য এটা বড় ধাক্কা। বড় হতাশারও। তবে উন্নতি করার জন্য এই ধাক্কাটা তাদের প্রয়োজন ছিল বলে মনে করেন দলের প্রধান কোচ জাভি হার্নান্দেজ।

বুধবার রাতে ন্যু ক্যাম্পে চ্যাম্পিয়ন্স লিগের 'সি' গ্রুপের ম্যাচে বার্সেলোনাকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে বায়ার্ন। প্রথমার্ধেই দুই গোলের ব্যবধানে পিছিয়ে পড়ে দলটি। এর আগে বায়ার্নের মাঠ থেকে ২-০ গোলের ব্যবধানে হেরে ফিরেছিল তারা।

তবে মাঠে নামার আগেই ইউরোপা লিগ নিশ্চিত হয়ে যায় বার্সেলোনার। সানসিরোতে ভিক্তরিয়া প্লাজেনকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করে ফেলে ইন্টার মিলান। বায়ার্ন তো শেষ ষোলো নিশ্চিত করে আগেই। তারপরও ম্যাচটিতে ভালো কিছুর প্রত্যাশা ছিল দলটি। কিন্তু জমিয়ে লড়াইটাও করতে পারেনি দলটি।

সবমিলিয়ে ধাক্কাটা বার্সেলোনার জন্য প্রয়োজনীয় ছিল বলে জানান বার্সা কোচ, 'এটি আমাদের বাস্তবতা এবং আমাদের এর মুখোমুখি হতে হবে। হতে পারে যে এমন কিছুরই আমাদের প্রয়োজন ছিল, উন্নতি করার জন্য একটি জোর ধাক্কা।'

'সবকিছু আজ আগেই শেষ হয়ে গিয়েছিল, কিছু করার জন্য অনেক দেরি হয়ে গিয়েছিল। এই পরিস্থিতির মুখে আমাদের পড়ার আসল কারণ, আগের ম্যাচগুলোয় করা নিজেদের ভুল, আমরা কার্যকর হতে পারিনি। খুবই বাজে অনুভূতি নিয়ে বাদ পড়তে হচ্ছে। তবে বাকি ট্রফিগুলোর জন্য লড়াই করতে আমাদের পুনরায় তৈরি হতে হবে,' যোগ করেন জাভি।

মূলত ইন্টার মিলানের বিপক্ষে খেলা ম্যাচদুটিই পার্থক্য হয়ে দাঁড়ায়। সানসিরোতে হেরে আসার পর ঘরের মাঠে করে ড্র। যা তাদের জন্য খুবই কঠিন ছিল বলে মনে করেন জাভি, 'ইন্টারের বিপক্ষে সেই ম্যাচটি আমাকে সবচেয়ে বেশি আঘাত করেছিল, যখন আমরা আমাদের নিজেদের ভাগ্যের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি এবং ওই ফলাফল আমাদের দলের জন্য সত্যিই নিষ্ঠুরতা ছিল।'

'আমাদের একসঙ্গে থাকা প্রয়োজন, আজ রাতে আমাদের ভক্তরা দুর্দান্ত ছিল, শেষ অবধি ক্যাম্প ন্যুতে ৮৫ হাজারেরও বেশি সমর্থকদের সমর্থন করতে দেখে দারুণ লেগেছিল। খারাপ জিনিস আমরা মাঠে তাদের প্রতিদান দিতে পারিনি। এখনো অন্যান্য টুর্নামেন্ট খেলা বাকি আছে। এটা একটা কঠিন ধাক্কা কিন্তু আমাদের বাকি শিরোপা জিততে সক্ষম হওয়ার জন্য নিজেকে উজ্জীবিত করতে হবে, যোগ করেন জাভি।

Comments

The Daily Star  | English

$8b climate fund rolled out for Bangladesh

In a first in Asia, development partners have come together to announce an $8 billion fund to help Bangladesh mitigate and adapt to the effects of climate change.

10h ago