বিশ্বকাপের আগে ফুটবলারদের মনে দানা বেঁধেছে ইনজুরির ভয়

বিশ্বকাপকে সামনে রেখে ক্লাব ফুটবলের ব্যস্ত সময়সূচীতে ইনজুরির শঙ্কায় দিন কাটছে ফুটবলারদের। একটু অসাবধানতা বা ভাগ্যের দোষে শেষ হয়ে যেতে পারে দেশের জার্সিতে বিশ্বমঞ্চে খেলার স্বপ্ন। খেলোয়াড়দের ভাবনার বড় অংশ জুড়ে যে এখন বিশ্বকাপ সেকথা ভালোই জানা আছে ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলার।
ইতোমধ্যে চোটে পড়ে ফুটবলের সর্বোচ্চ মর্যাদার আসর থেকে ছিটকে গেছেন এনগোলো কান্তে, আর্থুর মেলোসহ বেশ কয়েকজন তারকা ফুটবলার। ছিটকে যাওয়ার ঝুঁকিতে আছেন আরও কয়েকজন। শনিবার লেস্টার সিটির সঙ্গে জিততে (১-০) ঘাম ছুটে গেছে তারকাবহুল ম্যান সিটির। সাম্প্রতিক ম্যাচগুলো দেখে মনে হয়েছে চোটে পড়ার ভয় নিয়েই খেলছেন ফুটবলাররা।
গার্দিওলা অবশ্য এসব আগে থেকেই জানতেন। ম্যাচটির আগে সংবাদ সম্মেলনে স্প্যানিশ কোচ বলেছিলেন, 'আমি নিশ্চিত তাদের এক চোখ এখন বিশ্বকাপে। দুর্ভাগ্যজনকভাবে অনেক খেলোয়াড়ই চোটাক্রান্ত ও বিশ্বকাপে খেলতে পারবে না তারা। এটা তাদের জন্য বড় একটা ধাক্কা।'
গত সপ্তাহেই ফুটবল মাঠে অবতারণা হয়েছিল এমন আরেকটি হৃদয়বিদারক দৃশ্যের, চেলসির বিপক্ষে চোট পেয়ে মাঠ ছাড়েন ম্যানচেস্টার ইউনাইটেডের রাফায়েল ভারানে। ২৯ বছর বয়সী ফরাসি ডিফেন্ডার যখন মাঠ ছেড়ে যাচ্ছিলেন তার দুই চোখে ছিল অশ্রু।
তবে চোটে পড়ার ভয়ে কোন ফুটবলার যদি মনোযোগ কমিয়ে দেন ম্যাচের প্রতি তবে ঝুঁকি বাড়বে বলেই সিটি কোচের বিশ্বাস, 'এখন আর মাত্র দুই বা তিন সপ্তাহ বাকি, সুতরাং এটাই শেষ চেষ্টা। আমি সবসময় বলি ইনজুরিতে না পড়ার শ্রেষ্ঠ কৌশল হলো ফোকাস ধরে রাখা ও ম্যাচে নিজের সর্বোচ্চটা দেওয়া। আপনি তখনই ঝুঁকিতে পড়েন যখন আপনি মনোযোগ হারান।'
সিটিজেনদের দুই ইংলিশ ফুটবলার কাইল ওয়াকার ও কেলভিন ফিলিপসকে বিশ্বকাপের আগে প্রিমিয়ার লিগে দেখতে পাবার সম্ভাবনা কম বলেও জানান গার্দিওলা। তারা দুজনেই নিজেদের ফিট প্রমাণ করে গ্যারেথ সাউথগেটের ইংল্যান্ড দলে জায়গা পেতে বদ্ধপরিকর।
Comments