ফার্গুসনের রেকর্ডে ভাগ বসানোর পর আনচেলত্তির রসিকতা

চ্যাম্পিয়ন্স লিগে ফার্গুসনের ১০২ ম্যাচ জয়ের রেকর্ডে ভাগ বসিয়েছেন এই ইতালিয়ান কোচ।
ছবি: এএফপি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমটা দুর্দান্ত কাটছে শিরোপাধারী রিয়াল মাদ্রিদের। প্রথম পর্বের ছয় ম্যাচের চারটিতেই জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে পা রেখেছে তারা। সবশেষ ম্যাচে সেলটিককে হারিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। আর তাতেই এই প্রতিযোগিতায় কিংবদন্তি স্যার অ্যালেক্স ফার্গুসনের ১০২ ম্যাচ জয়ের রেকর্ডে ভাগ বসিয়েছেন এই ইতালিয়ান কোচ। এরপর তিনি রসিকতা করে বলেছেন, এবার চ্যাম্পিয়ন্স লিগে ২০০ ম্যাচ জয়ের দিকে নজর তার।

বুধবার রাতে আসরের 'এফ' গ্রুপের ম্যাচে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে স্কটিশ ক্লাব সেল্টিককে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল। এটি ছিল চ্যাম্পিয়ন্স লিগে কোচ হিসেবে আনচেলত্তির ১০২তম জয়। সমান সংখ্যক জয়ের রেকর্ড রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ ফার্গুসনেরও। আর একটি জয় পেলেই কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি জয়ের মালিক হবেন ৬৩ বছর বয়সী আনচেলত্তি।

ম্যাচশেষে গণমাধ্যমের কাছে মজা করে রিয়াল কোচ বলেন, '২০০ জয়ের দিকে এগোনো যাক এবার। মাদ্রিদে এসে এটা করতে পেরে আমি খুশি। সাইড বেঞ্চ থেকে অনেকগুলো খেলা দেখলাম। আমি মনে করি, আমি যথেষ্ট ভালো করেছি।'

গ্রুপ পর্বের বাধা টপকে ফেলায় সামনে নকআউট পর্বে লস ব্লাঙ্কোদের সামলাতে হবে বড় দলগুলোর চ্যালেঞ্জ। এই অভিজ্ঞতা অবশ্য স্প্যানিশ জায়ান্টদের জন্য নতুন কিছু না। আগের মৌসুমেই পিএসজি, চেলসি ও ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ফাইনালে উঠেছিল তারা। সেবার কিছু ম্যাচে প্রথম লেগে পিছিয়ে পড়লেও ঘরের মাঠে দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছিলেন করিম বেনজেমা-ভিনিসিউস জুনিয়ররা। এরপর শিরোপা নির্ধারণী ম্যাচে লিভারপুলকে হারিয়ে তারা মাতে উল্লাসে।

২০২১-২২ মৌসুমের স্মৃতিচারণ করে আনচেলত্তি বলেন, 'গত বছরের পর... সেদিকে নজর না দেওয়াই ভালো। (প্রতিপক্ষের মাঠে) গিয়ে খেলাটা আপনাকে সামান্য সুবিধা দেয়, তবে খুব বেশি না। ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোটা গত বছর আমাদের কাজে এসেছিল। বার্নাব্যুতে দ্বিতীয় খেলা হলে সেটা আমাদের সাহায্য করে।'

আগামী ৭ নভেম্বর সুইজারল্যান্ডের নিয়নে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র। সেদিনই জানা যাবে এবার নকআউট পর্বে কাদের বিপক্ষে লড়তে হবে আনচেলত্তির দল রিয়ালকে।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago