রোনালদোদের প্রতিপক্ষ হিসেবে পেয়ে ভাগ্যকে দুষছেন জাভি
ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় বার্সেলোনার সামনে আবারও কঠিন চ্যালেঞ্জ। উয়েফা ইউরোপা লিগের নক-আউট রাউন্ডের প্লে-অফে তারা মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেডের। ড্রতে প্রতিপক্ষ হিসেবে রেড ডেভিলদের পাওয়ায় ভাগ্যকে দুষছেন কাতালানদের কোচ জাভি হার্নান্দেজ। তবে বার্সার ওপর এবার শিরোপা জয়ের চাপ থাকবে বলেও জানিয়েছেন তিনি।
টানা দ্বিতীয়বারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের বাধা পেরোতে পারেনি বার্সেলোনা। সবশেষ গ্রীষ্মকালীন দলবদলে এক ঝাঁক তারকা ফুটবলারকে দলে টেনেও তারা হয় ব্যর্থ। কঠিন গ্রুপে বায়ার্ন মিউনিখ ও ইন্টার মিলানের পেছনে থেকে তারা পায় তৃতীয় স্থান। ফলে ফের ইউরোপা লিগে নেমে যেতে হয়েছে তাদের। তবে সেখানেও সহজ কোনো প্রতিপক্ষ পায়নি স্প্যানিশ লা লিগার ক্লাবটি। তাদের মোকাবিলা করতে হবে ক্রিস্তিয়ানো রোনালদো-ক্রিস্টিয়ান এরিকসেনদের।
সোমবার সুইজারল্যান্ডের নিয়নে অনুষ্ঠিত হয় ইউরোপা লিগের নক-আউট রাউন্ডের প্লে-অফের ড্র। সেখানে প্রথমেই ওঠে বার্সেলোনার নাম। তারা প্রতিপক্ষ হিসেবে পায় ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ইউনাইটেডকে।
শক্তিশালী প্রতিপক্ষ পাওয়ার প্রসঙ্গে ড্রয়ের পর সংবাদ সম্মেলনে কোচ জাভি বলেন, 'ড্রতে ভাগ্য আমাদের সহায় ছিল না। সবচেয়ে কঠিন যে প্রতিপক্ষ পাওয়া সম্ভব, তাদেরকেই আমরা পেয়েছি। কিন্তু আমাদের লড়াই করতে হবে। একটা শক্তিশালী প্রতিপক্ষের বিপরীতে খেলোয়াড়রা আরও বেশি রোমাঞ্চিত থাকবে।'
বার্সেলোনা কখনও ইউরোপা লিগে চ্যাম্পিয়ন হয়নি। যদিও অনেকের চোখে তারাই এবার ফেভারিট, জাভি এটাকে দেখছেন চাপ হিসেবে, 'এমন একটি প্রতিপক্ষ থাকবেই যাদেরও এই শিরোপা জেতার চাপ রয়েছে। এটা একটা চ্যালেঞ্জ। এই ক্লাব কখনও এই শিরোপা জেতেনি এবং এবার সেটা অর্জনের জন্য আমাদের খেলতে হবে। আমাদের আর কোনো বিকল্প পথ নেই।'
কোচ এরিক টেন হাগের ইউনাইটেডকে নিয়ে সমীহ ঝরেছে বিশ্বকাপজয়ী সাবেক এই স্প্যানিশ তারকার কণ্ঠে, 'কাগজে-কলমে হিসাব করলে, যাদেরকে আমরা পেতে পারতাম (তাদের মধ্যে) ওরাই সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। তারা অনেক উন্নতি করেছে। তাদের ভালো ভালো খেলোয়াড় আছে।'
পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী পর্তুগিজ তারকা রোনালদো আছেন ম্যান ইউনাইটেডের স্কোয়াডে। তবে তাকে নিয়ে আলাদা করে ভাবছেন না বার্সা কোচ, 'তাদের দারুণ সব খেলোয়াড় আছে। তবে আমরা কোনো ব্যক্তিকে নয়, পুরো দলটাকে নিয়ে মনোযোগী থাকছি। আমরা তাদেরকে বিশ্লেষণ করব। কেবল রোনালদোর একার জন্য নয়, তারা দল হিসেবেই দারুণ।'
রোনালদোর সামর্থ্য ও ব্যবধান গড়ে দেওয়ার ক্ষমতা নিয়ে অবশ্য সংশয় নেই জাভির, 'আমার মনে হয়, সে দুর্দান্ত একজন ফুটবলার। ফুটবলের একটা যুগকে তার মাধ্যমে চিহ্নিত করা যায়। সে এখনও পার্থক্য গড়ে দিতে পারে।'
আগামী বছরের ১৬ ফেব্রুয়ারি ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে প্রথম লেগে ইউনাইটেডকে আতিথ্য দেবে বার্সেলোনা। আগামী ২৪ ফেব্রুয়ারি ফিরতি লেগ অনুষ্ঠিত হবে ওল্ড ট্র্যাফোর্ডে।
Comments