ক্রুসের নৈপুণ্যে জিতে বার্সার সঙ্গে ব্যবধান কমাল রিয়াল

ছবি: এএফপি

লাল কার্ডজনিত নিষেধাজ্ঞা থেকে ফেরা টনি ক্রুস সতীর্থকে দিয়ে গোল করানোর পর নিজেও খুঁজে নিলেন জাল। এই জার্মান তারকার দারুণ নৈপুণ্যে স্প্যানিশ লা লিগায় জয়ে ফিরল বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। তারা ব্যবধান কমাল আসরের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে।

বৃহস্পতিবার রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে কাদিজকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল। স্বাগতিকদের পক্ষে প্রথমার্ধে এদার মিলিতাও লক্ষ্যভেদ করার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান ক্রুস। ম্যাচের শেষদিকে লুকাস পেরেজ গোল করে লড়াইয়ে উত্তেজনা আনলেও কার্লো আনচেলত্তির শিষ্যদের রুখতে পারেনি সফরকারীরা।

লিগে দুই ম্যাচ পর পূর্ণ পয়েন্টের স্বাদ পেল লস ব্লাঙ্কোরা। জিরোনার সঙ্গে নিজেদের মাঠে ১-১ গোলে ড্রয়ের পর গত ম্যাচে রায়ো ভায়েকানোর মাঠে তারা হেরে গিয়েছিল ৩-২ গোলে। চলতি মৌসুমের লা লিগায় সেটা ছিল তাদের প্রথম হার।

আসরের পয়েন্ট তালিকার নিচের দিকে থাকা প্রতিপক্ষের বিপরীতে বল দখলে প্রাধান্য দেখায় রিয়াল। ম্যাচের ৬৭ শতাংশ সময়ে তাদের পায়ে ছিল বল। গোলমুখে ১৮টি শট নিয়ে তারা লক্ষ্যে রাখে পাঁচটি। অন্যদিকে, কাদিজও পাঁচটি শট লক্ষ্যে রাখে দশটির মধ্যে।

বেশ কয়েকটি ব্যর্থ আক্রমণের পর ম্যাচের ৪০তম মিনিটে এগিয়ে যায় রিয়াল। বাম দিক থেকে ক্রুসের ক্রসে হেড করে নিশানা ভেদ করেন ফাঁকায় থাকা ব্রাজিলিয়ান ডিফেন্ডার মিলিতাও। বিরতির পর ম্যাচের ৭০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ক্রুস। ডি-বক্সের বাইরে থেকে জোরালো ভলিতে জাল কাঁপান তিনি।

ম্যাচের ৮১তম মিনিটে কাদিজের পক্ষে ব্যবধান কমান পেরেজ। শুরুতে তাদের দুটি প্রচেষ্টা রুখে দিলেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি রিয়ালের বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়া। আলগা বল জালে পাঠাতে ভুল হয়নি পেরেজের। তবে ম্যাচে সমতা আর আসেনি।

১৪ ম্যাচে ১১ জয় ও দুই ড্রয়ে লিগের পয়েন্ট তালিকার দুইয়ে থাকা রিয়ালের নামের পাশে রয়েছে ৩৫ পয়েন্ট। অন্যদিকে, এক নম্বরে থাকা বার্সেলোনা সমান ম্যাচে ১২ জয় ও এক ড্রয়ে অর্জন করেছে ৩৭ পয়েন্ট। ১৯ নম্বরে থাকা কাদিজের পয়েন্ট ১৪ ম্যাচে ১১।

Comments

The Daily Star  | English

Parts of JP HQ set on fire

Protesters linked to Gono Odhikar Parishad demand ban on JP, accuse it of siding with Awami League

6h ago