লেভানদোভস্কির স্বপ্ন পূরণ করবেন মেসি?
একাই করেছেন ৩৩২টি অ্যাসিস্ট। এমন পরিসংখ্যানের ধারেকাছে নেই বিশ্বের আর কোনো খেলোয়াড়ের। স্বাভাবিকভাবেই লিওনেল মেসির এমন রেকর্ড দেখে চোখ ছানাভরা হয়ে যেতে পারে যে কোনো ফরোয়ার্ডেরই। এমন খেলোয়াড়কে সতীর্থ হিসেবে পাওয়া তো স্বপ্নের মতোই। রবার্ট লেভানদোভস্কিও এমন স্বপ্নই দেখেন।
আর সে স্বপ্ন পূরণ হওয়ার অনেক কাছাকাছি চলে এসেছে। চলতি মৌসুম শেষেই পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ ফুরচ্ছে মেসির। আগামী মৌসুমে তাকে ফেরানোর জন্য এখন থেকেই চেষ্টা চালাচ্ছে বার্সেলোনা। যদিও নিজের ভবিষ্যৎ নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিতে রাজী নন মেসি।
অনেক বছর থেকেই নিজের খেলায় কিছুটা পরিবর্তন করেছেন মেসি। গোল করার চেয়ে করানোর দিকে মনোযোগী বেশি। স্ট্রাইকারদের সঙ্গে বোঝাপড়াটা সবসময়ই দারুণ থাকে তার। এ বিষয়টিই তুলে ধরেন লেভানদোভস্কি। সেক্ষেত্রে গোল করার সুযোগ আরও অনেকটাই বেড়ে যাবে তার।
সম্প্রতি স্প্যানিশ আউটলেট মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে লেভানদোভস্কি বলেছেন, 'মেসি স্ট্রাইকারদের সঙ্গে সে যেভাবে আশ্চর্যজনকভাবে পাস দিয়ে খেলে সেটা সত্যিই দুর্দান্ত। আপনি যদি মেসির কথা ভাবেন, তাহলে অবশ্যই স্ট্রাইকারদের সঙ্গে তার এই দারুণ সংযোগটা দেখবেন। সে জানে কীভাবে বক্সে বল ফেলতে হয়, লাইনের মধ্যে... সে এই কাজে বিশ্বের সেরা।'
মেসির ভবিষ্যৎ নিয়ে অবশ্য বর্তমানে অনেক গুঞ্জনই শোনা যাচ্ছে। তবে কিছু দিন আগে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বকাপ শেষে ভবিষ্যৎ চূড়ান্ত করার কথা জানিয়েছেন। যদি বার্সেলোনার ফেরেন তাহলে মেসির সঙ্গে খেলার স্বপ্ন পূরণ হবে লেভার, 'আমি এখনও জানি না কী হতে যাচ্ছে, তবে একজন স্ট্রাইকার হিসেবে, লিওনেল মেসির সঙ্গে খেলা নিশ্চিতভাবে স্বপ্নের মতো।'
মেসির সতীর্থ হন বা না হন, আর কিছু দিন পরই জাতীয় দলের হয়ে মেসির দল আর্জেন্টিনার মুখোমুখি হতে হবে লেভাকে। সেখানে বিশাল এক চ্যালেঞ্জের মুখোমুখি হবেন বলেই মনে করেন এ পোলিশ তারকা, 'এটি একটি বিশাল চ্যালেঞ্জিং এবং খুব কঠিন একটি গ্রুপ। প্রতিটি ম্যাচই কঠিন হবে। আমি মনে করি মেসির আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের অন্যতম ফেভারিট। তারা ৩০ (আসলে ৩৫) ম্যাচ হারেনি; তারা ভালো খেলছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে তারা সত্যিই ভালো একটি দল।'
Comments