‘বিশ্বাসঘাতকতার শিকার হয়েছি’, বিস্ফোরক সাক্ষাতকারে রোনালদো

ছবি: টুইটার

বিশ্বকাপের ঠিক আগে নিজ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কোচ টেন হাগকে কড়া মন্তব্য করেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। ডাচ এই কোচ তাকে সম্মান করেন না, তাই তিনিও তাকে সম্মান করেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন এই পর্তুগিজ মহাতারকা। তার সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে জানিয়ে পিয়ার্স মরগানকে দেওয়া বিস্ফোরক সাক্ষাতকারে বলেছেন, স্যার অ্যালেক্স ফার্গুসেনের পর ইউনাইটেডের আর উন্নতিই হয়নি।

গত মৌসুমে জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টারে ফেরেন রোনালদো। যে ক্লাব থেকেই দুর্দান্ত পারফরম্যান্সে তারকাখ্যাতি পেয়েছিলেন তিনি। প্রথম মৌসুমে দলের হয়ে সর্বোচ্চ গোল করার পরও দল ডুবেছিল হতাশায়।  চলতি মৌসুমে কোচ হিসেবে নিয়ে আসা হয় এরিক টেন হাগকে। এই কোচের সঙ্গে শুরু থেকেই বনিবনা হচ্ছে না রোনালদোর।

রোনালদোকে ম্যাচের পর ম্যাচ বেঞ্চে বসিয়ে রেখেছেন তিনি। রোনালদোও কোচের কথা অমান্য করে পড়েছেন রোষানলে। সব মিলিয়ে সময়টা ৩৭ বছর বয়েসী তারকা জন্য বড্ড অস্বস্তির।

কদিন পরই কাতারে বিশ্বকাপে পর্তুগালের পতাকা বহন করতে হবে রোনালদোকে। এই সময়ে টিভিটকে মরগানকে দেওয়া সাক্ষাতকারে কোচের বিরুদ্ধে শক্ত অবস্থান জানিয়ে দেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী, 'তার প্রতি আমার কোন সম্মান নেই। কারণ তিনিও আমাকে সম্মান করেন না। কেউ আমাকে সম্মান না দিলে আমিও তাকে সম্মান দেই না।'

চলতি মৌসুমে রোনালদোর ক্লাব ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। খবর রটেছিল চ্যাম্পিয়ন্স লিগ লেখার জন্য রোনালদোই আর থাকতে চান না ইউনাইটেডে। কিন্তু এবার তিনি এই ব্যাপারে দিলেন ভিন্ন তথ্য। জানালেন কোচই তাকে বের করে দিতে চেয়েছিলেন,  'উনি (টেন হাগ) চেয়েছিলেন আমি চলে যাই। কোচ ছাড়াও ক্লাবের একাধিক ব্যক্তি আমাকে বের করে দিতে চেয়েছিল। আমি বিশ্বাসঘাতকতার শিকার হয়েছিলাম।'

'মানুষের সত্যিটা শোনা দরকার। জানা দরকার যে আমি বিশ্বাস ঘাতকতার শিকার হয়েছি। কিছু মানুষ চায় না আমি এখানে থাকি।'

জুভেন্টাস ছেড়ে ইউনাইটেডের নগর প্রতিদ্বন্দ্বীও ম্যানচেস্টার সিটিতেও যাওয়ার গুঞ্জন ছিল রোনালদোর। তবে ক্লাবটির কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসেনের কথাতেই ওল্ড ট্রাফোর্ডে ফেরেন তিনি, 'আমাকে তিনি (ফার্গুসেন) বললেন, সিটিতে যাওয়া অসম্ভব। আমি তাকে বলেছিলাম, ঠিকাছে বস আমি হৃদয়ের ডাক শুনছি।'

ইউনাইটেডে ক্যারিয়ারের শুরুর সময়টায় ফার্গুসেনকে কোচ হিসেবে পেয়েছিলেন রোনালদো। দুজনে মিলে পেয়েছেন বড় সাফল্য। এই তারকার মতে ফার্গুসেনের বিদায়ের পর আর কোন উন্নতি হয়নি ক্লাবের,  'স্যার অ্যালেক্স চলে যাওয়ার পর আর কোন উন্নতি হয়নি, সব কিছু স্থবির। ক্লাবটি এমন থাকার কথা না। স্যারও ভাল করে জানেন।'

Comments

The Daily Star  | English

High Court gets 25 new judges

SC sources said this is one of the largest batches of appointments to the HC in recent years

47m ago