সময় এখন নতুন চ্যালেঞ্জের: রোনালদো

নতুন চ্যালেঞ্জ নেওয়া বরাবরই পছন্দ করেন ক্রিস্তিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদে জাদুকরী সময় চলতে থাকার পরও চ্যালেঞ্জ নিয়ে জুভেন্টাসে যোগ দিয়েছিলেন। গত মৌসুমে আবার ফিরেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডে। এবার আরও একটি চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ী এ তারকা।
এর আগের চ্যালেঞ্জগুলো নিজের ইচ্ছায় নিলেও এবার কিছুটা বাধ্য হয়েই নিতে হচ্ছে রোনালদোকে। পিয়ার্স মরগানকে দেওয়া এক আগ্রাসী সাক্ষাৎকারের কারণে তারসঙ্গে আরও চুক্তি ধরে রাখতে চাইছিল না ইউনাইটেড। তবে দ্বন্দ্বের অবসান হয়েছে গতকাল মঙ্গলবার। দুই পক্ষের সম্মতিতে রোনালদোর সঙ্গে চুক্তি বাতিল করে ইউনাইটেড।
ক্লাবের দেওয়া বিবৃতিতে ৩৭ বছর বয়সী রোনালদোর ওল্ড ট্র্যাফোর্ড থেকে বিদায় নেওয়ার প্রসঙ্গে বলা হয়, 'ক্রিস্তিয়ানো রোনালদো পারস্পরিক সমঝোতায় ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে যাচ্ছেন, (যা) অবিলম্বে কার্যকর (হয়েছে)।'
ইউনাইটেডের দেওয়া বিবৃতির কিছুক্ষণ পর নিজেও এক বিবৃতি দেন রোনালদো, 'ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে আলোচনার পর আমরা দ্রুত আমাদের চুক্তি বাতিল করতে পারস্পরিকভাবে সম্মত হয়েছি। আমি ম্যানচেস্টার ইউনাইটেডকে ভালবাসি এবং আমি ভক্তদের ভালবাসি, এটি কখনই পরিবর্তন হবে না।'
এরপর নতুন চ্যালেঞ্জ নেওয়ার কথাটাও উল্লেখ করেন এ পর্তুগিজ তারকা, 'এখন আমার কাছে নতুন চ্যালেঞ্জ খোঁজার সঠিক সময় বলে মনে হচ্ছে। আমি মৌসুমের বাকি অংশ এবং ভবিষ্যতের জন্য দলের সবধরণের সাফল্য কামনা করি।'
এদিকে রোনালদোর ভবিষ্যৎ নিয়ে অনেক গুঞ্জনই উড়ছে ফুটবল মহলে। স্পোর্টিং লিসবন ও চেলসির নাম আসছে জোরেশোরে। এছাড়া সৌদি আরবের একটি ক্লাব তাকে চাইছে। এই পদক্ষেপ নেওয়ার ব্যাপারেও রোনালদো গুরুত্ব সহকারে বিবেচনা করছেন বলে গুঞ্জন রয়েছে।
Comments