প্রতিবন্ধী ভক্তকে মারার ঘটনায় ২ ম্যাচ নিষিদ্ধ রোনালদো

গুডিসন পার্কে ঘটা গত এপ্রিলের একটি ঘটনার কারণে ক্রিস্তিয়ানো রোনালদোকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। একই সঙ্গে গুনতে হবে জরিমানাও। ৫০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে এ পর্তুগিজ তারকাকে।
এদিকে আগের দিন মঙ্গলবারই পারস্পরিক সম্মতিতে রোনালদোর সঙ্গে চুক্তি বাতিল করে ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর দিনই এলো নিষেধাজ্ঞার ঘটনা। তার বিরুদ্ধে অনুপযুক্ত আচরণের অভিযোগ আনা হয়। আর অভিযোগ প্রমাণিত হওয়ায় এ শাস্তি পেলেন তিনি। যদি ইংলিশ লিগের কোনো ক্লাবে যোগ দেন তাহলে দুটি প্রিমিয়ার লিগ ম্যাচে নিষিদ্ধ থাকবেন তিনি।
তবে মূল ঘটনাটি গত এপ্রিলে এভারটনের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ শেষে। অবনমন অঞ্চলে লড়াই করতে থাকা এভারটনের সঙ্গে হেরে মেজাজ ধরে রাখতে পারেননি রোনালদো। ডাগআউটে ফেরার সময় দেখেন তাকে ভিডিও করার চেষ্টা করছিলেন এক কিশোর। মুহূর্তেই খেপে যান তিনি। এবং সেই কিশোরের হাতে আঘাত করে বসেন।
পরে জানা যায় জ্যাকব হার্ডিং নামক সেই কিশোরটি একজন প্রতিবন্ধী। আর প্রথমবারের মতো ফুটবল ম্যাচ দেখতে মাঠে গিয়েছিলেন ১৪ বছর বয়সী জ্যাকব। প্রিয় দল এভারটনের বিপক্ষে ইউনাইটেডের ম্যাচে রোনালদো থাকায় তার আগ্রহটা বেশি ছিল তার। কিন্তু মাঠে উল্টো রোনালদোর কাছ থেকে সরাসরি আঘাত পান জ্যাকব। সে ঘটনায় হাত থেকে পড়ে ভেঙে যায় জ্যাকবের মোবাইল। হাতেও বেশ আঘাত পান। দেখাতে হয় চিকিৎসকও।
পরে অবশ্য সেই ভক্তকে ওল্ড ট্র্যাফোর্ডে আমন্ত্রণ জানিয়ে বিষয়টি মিটিয়ে নিতে চেয়েছিলেন রোনালদো। কিন্তু রোনালদোর এই আমন্ত্রণকে উল্টো ভণ্ডামি বলেছিলেন জ্যাকবের মা সারাহ। সামাজিকমাধ্যমে সেই ঘটনাকে দুঃখজনক বলে জ্যাকবকে আমন্ত্রণ জানালেও জ্যাকবের কাছে ক্ষমা না চাওয়ায় বিষয়টি মেনে নেননি সারাহ।
Comments