ক্রিসমাস হাসপাতালেই কাটবে পেলের

Pele

অনেকদিন ধরেই ভুগছিলেন শারীরিক নানা সমস্যায়। হাসপাতালেও ভর্তি ছিলেন দীর্ঘদিন। মাঝে কিছুটা সেরে উঠে বাড়ি ফিরলেও গত নভেম্বরের শেষে আবারও হাসপাতালে ভর্তি হতে বাধ্য হন ব্রাজিল কিংবদন্তি পেলে। ক্রিসমাসটাও সুখকর হচ্ছে সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার ও তার পরিবারের, এই উৎসব হাসপাতালে বসেই পালন করতে হবে তাকে।

৮২ বছর বয়সী এই সাবেক ফুটবলার দীর্ঘদিন ধরেই ভুগছেন কিডনি ও হৃদযন্ত্রের জটিলতায়। সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে এই মুহূর্তে ভর্তি রয়েছেন তিনি। গত বছর সেপ্টেম্বরে কোলনে অস্ত্রোপচারের পর থেকেই নিয়মিত ডাক্তারি সেবা গ্রহণ করে আসছেন ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জেতা এই সাবেক ফরোয়ার্ড।

পেলের কন্যা কেলি নাসিমেন্তো সামাজিক মাধ্যম ইন্সটাগ্রামে জানিয়েছেন, 'আমাদের বাড়িতে ক্রিসমাস পালন ভেস্তে গেছে। অনেকগুলো কারণে ডাক্তারদের সঙ্গে মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছি আনস্টাইনের এই নতুন পরিবার আমাদের যেভাবে যত্ন নিচ্ছে এখানে থাকাটাই আমাদের জন্য ভালো হবে।'

অসুস্থ থাকলেও ফুটবল থেকে কখনোই দূরে ছিলেন না পেলে। বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে প্রশংসায় ভাসিয়েছিলেন তিনি। ফরাসি তরুণ তুর্কি কিলিয়ান এমবাপে ও আফ্রিকান দল মরক্কোরও প্রশংসা করেন তিনি। নিজ দেশের ব্রাজিলের খেলোয়াড়দেরও কাতার বিশ্বকাপে একাধিকবার অনুপ্রেরণামূলক বার্তা পাঠিয়েছিলেন এই কিংবদন্তি।

Comments

The Daily Star  | English

Pakistan postpones foreign minister's visit to Bangladesh

The development comes amid escalation of tension between India and Pakistan following a terrorist attack

19m ago