স্ত্রাসবুর্গের বিপক্ষে খেলতে পারেন এমবাপে-নেইমার, ছুটিতেই মেসি

সময়ের অন্যতম সেরা তিন ফুটবলার লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে ও নেইমার। তারা খেলে থাকেন ফরাসি লিগ ওয়ানের ক্লাব পিএসজিতে। কাতার বিশ্বকাপে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা হয়েছে তাদের তিনজনের। ফাইনাল জিতে ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ শিরোপার দেখা পেয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি। অন্যদিকে, এমবাপে জানপ্রাণ দিয়ে লড়েও ফ্রান্সকে এনে দিতে পারেননি টানা দ্বিতীয় বিশ্বকাপ। ব্রাজিলিয়ান তারকা নেইমারের যাত্রা থেমেছে শেষ আটেই।
বিশ্বকাপ শেষে এবার ক্লাব ফুটবলে ফেরার পালা এই তিন তারকার। ফরাসি লিগের পরবর্তী ম্যাচে নেইমার ও এমবাপের খেলার সম্ভাবনা থাকলেও মেসিকে পেতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হতে পারে পিএসজিকে, জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
আগেভাগে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ায় ইতোমধ্যে পিএসজির অনুশীলনে যোগ দিয়েছেন নেইমার। আগামী বুধবার রাতে স্ত্রাসবুর্গের বিপক্ষে ব্রাজিলের এই ফরোয়ার্ডের একাদশে থাকার রয়েছে জোর সম্ভাবনা।
মেসির সঙ্গে এমবাপেও ফাইনাল খেলেছেন কাতার বিশ্বকাপে। অনবদ্য হ্যাটট্রিক করে ম্যাচটি টাইব্রেকারে নেওয়ার পিছনে সবচেয়ে বেশি অবদান ছিল তারই। কোনো মেগা আসরের ফাইনাল খেলার পর শারীরিক ও মানসিক ক্লান্তি কাটাতে কয়েকদিন বিশ্রাম নিয়ে ফুটবলাররা সাধারণত ক্লাব ফুটবলে ফিরে থাকলেও সবাইকে অবাক করে দিয়ে গত ২১ ডিসেম্বর পিএসজির অনুশীলন মাঠে হাজির হন এই ফরাসি তারকা। ফলে সদ্যই ২৪ বছর পেরোনো এমবাপের রয়েছে স্ত্রাসবুর্গের বিপক্ষে খেলার ভালো সম্ভাবনা।
মহাতারকা মেসির বিষয় কিছুটা ভিন্ন। অনেক ব্যর্থতা ও হতাশার পর শেষমেষ সোনালী ট্রফিটা হাতে উঠেছে তার। ফলে ক্যারিয়ারের সবচেয়ে সুন্দর সময় উপভোগ করা এই খেলোয়াড় স্বাভাবিকভাবেই চাইবেন না ক্লাবের দেওয়া ছুটি বাদ দিয়ে এখনই ফ্রান্সে ফিরতে। বিশ্বকাপ জয়ের সুখস্মৃতি সঙ্গী করে প্রতিপক্ষের সামনে আরও ভয়ংকর রূপেই হাজির হতে চাইবেন ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। ফলে পুরো ছুটি কাটিয়ে আগামী জানুয়ারিতে পিএসজি শিবিরে ফিরতে পারেন মেসি। চলতি ডিসেম্বরে কেবল একটি ম্যাচ থাকায় তাকে ছাড়া তেমন বিচলিত হওয়ার কথাও নয় কোচ ক্রিস্তফ গালতিয়ের।
সদ্যসমাপ্ত বিশ্বকাপ নিয়ে গর্ব করার মতো অনেক কিছুই আছে কাতারের মালিকানাধীন ক্লাব পিএসজির। প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যের দেশটিতে আয়োজিত হয় ফুটবলের সর্বোচ্চ আসর। সেখানে ফাইনাল খেলেন দুই প্যারিসিয়ান তারকা মেসি ও এমবাপে। তাদেরকে নিয়ে নতুন উদ্যমে শিরোপা ধরে রাখার মিশনে ঝাঁপিয়ে পড়তে চাইবে লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়নরা। ১৫ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে তারা। দুইয়ে থাকা লেঁসের চেয়ে ৫ পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে পিএসজি।
Comments