লিসান্দ্রোকে প্রিমিয়ার লিগের কথা মনে করিয়ে দিলেন টেন হাগ

বিশ্বকাপ শেষে আবারও শুরুর অপেক্ষায় ইউরোপীয় লিগগুলো। সবার আগে শুরু হবে ইংল্যান্ডের সর্বোচ্চ স্তরের প্রতিযোগিতা ইংলিশ প্রিমিয়ার লিগ। শিরোপাজয়ী আর্জেন্টিনার অনেক খেলোয়াড়ও খেলে থাকেন এই লিগে। ৩৬ বছরের শিরোপা খরা ঘুচানোর উদযাপনে বাকিরা মেতে থাকলেও ম্যানচেস্টার ইউনাইটেডের লিসান্দ্রো মার্তিনেজকে সব ফেলে ফিরতে হতে পারে ইংল্যান্ডে, এরই মধ্যে তাকে চেয়ে বসেছেন কোচ এরিক টেন হাগ।
অনেক আক্ষেপ, হতাশা, গ্লানির পর আর্জেন্টাইনদের বিশ্বকাপ এনে দিয়েছেন লিওনেল মেসি-লিসান্দ্রোরা। ফলে কাতার থেকে দেশে ফেরার পর একের পর এক সংবর্ধনায় সিক্ত হচ্ছেন লিওনেল স্কালোনির শিষ্যরা। লিসান্দ্রোর জন্মস্থান গুয়ালেগুয়ায় তেমনি এক বিশাল সংবর্ধনার আয়োজন করা হয় ২৪ বছর বয়সী এই সেন্টার ব্যাকের জন্য। তবে এমন মুহূর্তেও শিষ্যকে ছাড় দিতে চান না বেরসিক টেন হাগ, মনে করিয়ে দিয়েছেন আগামী ২৭ ডিসেম্বর লিগের ম্যাচ আছে ইউনাইটেডের।
এক সংবাদ সম্মেলনে ডাচ কোচ বলেছেন, 'সে বুয়েন্স আয়ার্সের রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছে ও আমি ব্যাপারটা বুঝি। কারণ আপনি যখন বিশ্বকাপ জিতেন এটা রোমাঞ্চকর। কিন্তু মার্তিনেজকে মেনে নিতে হবে ২৭ ডিসেম্বর থেকে (আমাদের) প্রিমিয়ার লিগ আবারও শুরু হবে।'
বুধবার দিবাগত রাতে কারাবাও কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচে বার্নলিকে ২-০ গোলে পরাস্ত করেছে ম্যানইউ। ২৭ ডিসেম্বর দিবাগত রাতে নটিংহাম ফরেস্টকে ঘরের মাঠে আতিথেয়তা দেবে ইংলিশ ক্লাবটি। প্রিমিয়ার লিগে শেষ কয়েকটি মৌসুম একেবারেই ভালো কাটেনি রেড ডেভিলদের। চলতি মৌসুমেও ১৪ ম্যাচ খেলে ২৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চম অবস্থানে আছে টেন হাগের শিষ্যরা।
Comments