পেলেকে দেখতে হাসপাতালে ভিড় পরিবারের সদস্যদের

ক্রিসমাস হাসপাতালে কাটাতে হবে সেটা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল পেলে ও তার পরিবারকে। সেটা মেনে ডাক্তারদের পরামর্শ মোতাবেক আলবার্ট আইনস্টাইন হাসপাতালেই চিকিৎসা নিচ্ছিলেন তর্কসাপেক্ষে সর্বকালের সেরা এই ফুটবলার। ব্রাজিলিয়ান মহাতারকাকে দেখতে একে একে হাসপাতালে ভিড় করছেন তার পরিবারের সদস্যরা।
চলতি সপ্তাহে ডাক্তাররা জানিয়েছিলেন খারাপের দিকে যাচ্ছে পেলের শারীরিক অবস্থা। ফলে তিনটি বিশ্বকাপজয়ী কিংবদন্তিকে ক্রিসমাস হাসপাতালেই কাটানোর পরামর্শ দেন তারা।
ক্যান্সারের পাশাপাশি ৮২ বছর বয়সী এই সাবেক ফুটবলার দীর্ঘদিন ধরেই ভুগছিলেন কিডনি ও হৃদযন্ত্রের জটিলতায়। সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে নভেম্বরের শেষ থেকেই ভর্তি রয়েছেন তিনি। গত বছর সেপ্টেম্বরে কোলনে অস্ত্রোপচারের পর থেকেই নিয়মিত ডাক্তারি সেবা গ্রহণ করে আসছেন ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জেতা এই সাবেক ফরোয়ার্ড।
বাবার সঙ্গে দেখা করতে আসা পরিবারের সদস্যদের সঙ্গে তোলা ছবি রোববার সামাজিক মাধ্যম ইন্সটাগ্রামে প্রকাশ করেন পেলের কন্যা কেলি নাসিমেন্তো। ক্যাপশনে তিনি লিখেন, 'তাদের প্রায় সকলেই (এসেছে)। মেরি ক্রিসমাস। কৃতজ্ঞতা, ভালোবাসা, একতা, পরিবার। ক্রিসমাসের সারাংশ (এগুলো)। যে সকল ভালোবাসা ও (আশার) আলো আপনারা পাঠিয়েছেন তার জন্য ধন্যবাদ।'
পেলের পুত্র ও সাবেক ফুটবলার এদিনহোও ইনস্টাগ্রামে ছবি দিয়েছেন বাবার সঙ্গে। পেলের হাত ধরা অবস্থায় নিজের হাতের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, 'বাবা... আমার শক্তি তোমার।'
অসুস্থ থাকলেও ফুটবল থেকে কখনোই দূরে ছিলেন না পেলে। বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে প্রশংসায় ভাসিয়েছিলেন তিনি। ফরাসি তরুণ তুর্কি কিলিয়ান এমবাপে ও আফ্রিকান দল মরক্কোরও প্রশংসা করেন তিনি। নিজ দেশের ব্রাজিলের খেলোয়াড়দেরও কাতার বিশ্বকাপে একাধিকবার অনুপ্রেরণামূলক বার্তা পাঠিয়েছিলেন এই কিংবদন্তি।
Comments