মেসি কবে ফিরবেন জানালেন পিএসজি কোচ

কাতার বিশ্বকাপ শেষে একে একে নিজ নিজ ক্লাবে ফিরছেন ফুটবলাররা। আর্জেন্টিনার জার্সিতে প্রথম বিশ্বকাপ শিরোপার স্বাদ পাওয়া লিওনেল মেসিকেও এবার ফিরতে হবে ফ্রান্সে। জানুয়ারির প্রথম সপ্তাহেই তাকে পেতে যাচ্ছে পিএসজি। ক্লাবটির কোচ ক্রিস্তফ গালতিয়ে নিশ্চিত করেছেন বিষয়টি।
মরুর বুকের শ্বাসরুদ্ধকর ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে পরাস্ত করে অবশেষে সোনালী ট্রফিতে হাত রাখতে সক্ষম হন মেসি। সাত গোল ও তিন অ্যাসিস্ট করে জিতে নেন সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বলও। অনেক প্রাপ্তির আসর শেষে এখন আর্জেন্টিনায় ছুটি কাটাচ্ছেন রেকর্ড সাতবারের ব্যালন ডি'অর জয়ী ফরোয়ার্ড।
বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ৩৫ বছর বয়সী মেসির পিএসজিতে ফেরার প্রসঙ্গে মঙ্গলবার গণমাধ্যমকে গালতিয়ে বলেছেন, 'লিও মেসি দুর্দান্ত একটি বিশ্বকাপ কাটিয়েছে। যেহেতু তারা প্রতিযোগিতাটি জিতেছে, সে উদযাপন করতে আর্জেন্টিনায় ফিরে গেছে। জানুয়ারির ১ তারিখ পর্যন্ত তাকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। এতে ১৩-১৪ দিনের ছুটির পর পুরোপুরি চাঙা হয়ে সে ২ অথবা ৩ তারিখ আমাদের সঙ্গে যোগ দিতে পারে।'
লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়নদের অপর দুই তারকা কিলিয়ান এমবাপে ও নেইমার জুনিয়র ইতোমধ্যে যোগ দিয়েছেন দলীয় অনুশীলনে। ফলে মেসি ফিরলেই পূর্ণশক্তির আক্রমণভাগ নিয়ে প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়তে পারবে পিএসজি।
এদিকে, শোনা যাচ্ছে প্যারিসিয়ানদের সঙ্গে ক্ষুদে জাদুকরের নতুন চুক্তির গুঞ্জনও। বিশ্বকাপ চলাকালেই চুক্তির আনুষ্ঠানিকতা সেরে ফেলেছেন আর্জেন্টাইন মহাতারকা, এমনটা দাবি করেছে কয়েকটি ফরাসি গণমাধ্যম। তবে এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি লা পুল্গা।
আগামী বছরের ১ জানুয়ারি পর্যন্ত ছুটি থাকায় আগামীকাল বুধবার রাতে (২৯ ডিসেম্বর) স্ত্রাসবুর্গের বিপক্ষে মাঠে নামা হবে না মেসির। এরপর ২ জানুয়ারি লেঁসের বিপক্ষে ম্যাচেও না থাকার সম্ভাবনাই বেশি তার। ফলে আগামী ৭ জানুয়ারি কুপ দে ফ্রান্সের ম্যাচে শাতুর বিপক্ষে তাকে দেখা যেতে পারে মাঠে। উল্লেখ্য, ১৫ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে চলতি মৌসুমেও লিগ ওয়ানের শিরোপার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে পিএসজি।
Comments