বিশ্বকাপের পর মাঠে নেমেই লাল কার্ড দেখলেন নেইমার

সবশেষ কাতার বিশ্বকাপ ভালো কাটেনি নেইমারের। তার দল শিরোপাপ্রত্যাশী ব্রাজিল ছিটকে যায় আসরের কোয়ার্টার ফাইনাল থেকে। সেই ব্যর্থতার পর প্রথমবারের মতো মাঠে নেমেছিলেন তিনি। কিন্তু ক্লাব পিএসজির জার্সিতে ফেরাটাও সুখকর হলো না এই তারকা ফরোয়ার্ডের। পরপর দুই মিনিটে দুই হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লেন তিনি।
নেইমারের লাল কার্ড দেখার ম্যাচে ফরাসি লিগ ওয়ানে হোঁচট খাওয়ার উপক্রম হয়েছিল পিএসজির। সেই শঙ্কা সামলে বুধবার রাতে ঘরের মাঠে স্ত্রাসবুর্গের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে তারা। পার্ক দে প্রিন্সেসে স্বাগতিকদের পক্ষে জয়সূচক গোলটি করেন কিলিয়ান এমবাপে। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে পেনাল্টি থেকে জাল খুঁজে নেন তিনি।
ম্যাচের আধা ঘণ্টার বেশি সময় একজন কম নিয়ে খেলতে হয় প্যারিসিয়ানদের। কারণ ৬২তম মিনিটে দশ জনের দলে পরিণত হয় তারা। সফরকারীদের ডি-বক্সে ডাইভ দেওয়ার অপরাধে নেইমারকে দেখানো হয় দ্বিতীয় হলুদ কার্ড। প্রতিপক্ষের কোনো ফুটবলার তাকে স্পর্শ না করলেও ইচ্ছা করে তিনি মাটিতে ঝাঁপিয়ে পড়েন। উদ্দেশ্য ছিল পেনাল্টি আদায় করা। তখন ম্যাচে চলছিল ১-১ ব্যবধানে সমতা। কিন্তু রেফারির চোখ এড়ায়নি নেইমারের ডাইভিং। তৎক্ষণাৎ তার ওপর নেমে আসে শাস্তির খড়গ। কার্ড দেখে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন নেইমার। তার দিকে তেড়েও যান ৩০ বছর বয়সী এই তারকা। শেষ পর্যন্ত অবশ্য একরাশ হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে।
ঠিক আগের মিনিটেই প্রথম হলুদ কার্ড দেখেছিলেন নেইমার। স্ত্রাসবুর্গের আদ্রিয়েন থমাসনের মুখে মেরেছিলেন তিনি। সেটা ছিল অনেকটা থাপ্পড়ের মতো। ২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পর তার এটি পঞ্চম লাল কার্ড।
অথচ ম্যাচের শুরুটা দারুণ ছিল নেইমারের জন্য। ১৪তম মিনিটে তার দারুণ ফ্রি-কিকে চমৎকার হেডে লক্ষ্যভেদ করেন স্বদেশি ডিফেন্ডার মার্কুইনহোস। ফরাসি ফরোয়ার্ড এমবাপে ফাউলের শিকার হওয়ায় ফ্রি-কিক পেয়েছিল লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়নরা। বিরতির পর ম্যাচের ৫১তম মিনিটে গোল হজম করে ক্রিস্তফ গালতিয়ের দল। গোল করার পর নিজেদের জালেও বল পাঠিয়ে বিপদ ডেকে এনেছিলেন মার্কুইনহোস। থমাসনের ক্রস তার পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। এরপর একদম শেষ সময়ে এমবাপে গড়ে দেন ব্যবধান। কদিন আগে বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করা এই তারকাই ফাউলের শিকার হওয়ায় বেজেছিল স্পট-কিকের বাঁশি।
কষ্টের জয়ে লিগের পয়েন্ট তালিকার শীর্ষে নিজেদের অবস্থান মজবুত করেছে পিএসজি। ১৬ ম্যাচে তাদের পয়েন্ট ৪৪। লেঁস এক ম্যাচ কম খেলে ৩৬ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। আগামী রোববার রাতে তাদের মুখোমুখি হবে প্যারিসিয়ানরা। কিন্তু লাল কার্ড দেখায় এক ম্যাচের নিষেধাজ্ঞার কারণে নেইমার পারবেন না খেলতে।
Comments