তবুও গার্দিওলার মনে হচ্ছে, হালান্ড সেরা ছন্দে নেই

pep guardiola
ছবি: এএফপি

কাতার বিশ্বকাপে নরওয়ে না থাকায় মাঝের সময়টা আর্লিং হালান্ড ছিলেন দর্শক হয়ে। তবে গোল করা যে ভুলে যাননি সেটার প্রমাণ পাওয়া গেল লিডস ইউনাইটেডের বিপক্ষে তার খেলা দেখেই। ম্যানচেস্টার এই স্ট্রাইকার নষ্ট করলেন কয়েকটি সহজ সুযোগও। সেকারণে দলটির কোচ পেপ গার্দিওলার মতে, মৌসুমের প্রথমভাগের তুলনায় কমে গেছে হালান্ডের ধার।

বুধবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে লিডসের মাঠে ৩-১ গোলের জয় তুলে নিয়েছে সিটি। জোড়া গোল করেন ফর্মের তুঙ্গে থাকা হালান্ড। তবে ম্যাচের শুরুর দিকে দুবার প্রতিপক্ষ গোলরক্ষককে একা পেয়েও বল জড়াতে পারেননি জালে। সেটা নজর এড়ায়নি তারকা স্প্যানিশ কোচ গার্দিওলার। লিডসের বিপক্ষে জোড়া লক্ষ্যভেদে ২২ বছর বয়সী হালান্ড লিখেছেন এক নতুন কীর্তি। মাত্র ১৪ ম্যাচ খেলে ইংলিশ প্রিমিয়ার লিগে দ্রুততম ২০ গোল করার রেকর্ড গড়েছেন। ম্যাচশেষে শিষ্যের অর্জন নিয়ে আনন্দ প্রকাশ করলেও চোখে আঙুল দিয়ে তার কমতিগুলোও দেখিয়ে দেন গার্দিওলা।

সংবাদ সম্মেলনে ৫১ বছর বয়সী কোচ বলেন, 'আমার মনে হছে, সে তারা সেরা ছন্দে নেই। এটা (হালান্ডের ছন্দে ফেরাটা) কেবল সময়ের ব্যাপার। অবশ্যই আমরা আনন্দিত কিন্তু মৌসুমের শুরুতে যে গতিতে সে এগিয়ে যাচ্ছিল, এখন হয়তো সে কিছুটা সংগ্রাম করছে, তবে এটা (ছন্দে ফেরাটা) কেবলই সময়ের ব্যাপার।'

ছবি: এএফপি

গোলের সহজ সুযোগ নষ্ট করলেও আক্রমণের সময় হালান্ডের পজিশনিংয়ের প্রশংসা করেন গার্দিওলা, 'সে সুযোগ নষ্ট করেছে, আশা করি, সে (ঘুরে দাঁড়িয়ে) ভালো করবে। কিন্তু (তার) পরিসংখ্যানগুলো অসাধারণ। আমাদের হয়ে (প্রতিপক্ষের জন্য) সে অবিশ্বাস্য এক হুমকি এবং সব সময়ই সঠিক মুহূর্তে সঠিক জায়গায় থাকে।'

চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের প্রথম ১০ ম্যাচেই ১৫ গোল করেছিলেন হালান্ড। তবে এখন এসে কিছুটা ধার হারিয়েছেন তিনি, এমনটাই মনে করেন ম্যান সিটি কোচ, 'আমি এখনও (হালান্ডের পারফরম্যান্স নিয়ে) খুবই সন্তুষ্ট কিন্তু আমার মনে হচ্ছে, মৌসুমের প্রথম অংশে সে আরও ক্ষুরধার (ফিনিশার) ছিল।'

Comments

The Daily Star  | English
Curfew in Gopalganj after clash

Curfew in Gopalganj after 4 die in clash

The curfew will be in effect until 6:00pm tomorrow

4h ago