‘যারাই ফুটবল ভালোবাসে, তারা পেলেকে ভালোবাসে’

পেলে চলে যেতে পারেন। এই নিয়ে মানসিক প্রস্তুতি ছিল সবার। তবে দিনটা যখন চলেই এলো তখন তা মেনে নিতে ভীষণ কষ্ট হচ্ছে ফুটবলপ্রেমীদের। ফুটবলের মহারাজা, সবার প্রিয় 'কালো মানিক' আর নেই। তার মৃত্যুর শোক স্পর্শ করেছে সারা দুনিয়ার প্রভাবশালী ব্যক্তিদের। তারকা ফুটবলাররা তো বটেই শোক জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ভাসছেন আবেগে। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন ওয়েম্বলি স্টেডিয়ামকে পেলের স্মরণে সাজিয়েছে ব্রাজিলের রঙে।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় দিবাগত মধ্যরাতে আসে পেলের প্রয়াণের খবর। দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই থামিয়ে ৮২ বছর বয়েসে বিদায় নেন 'কালো মানিক'। একমাত্র ফুটবলার হিসেবে তিনবার বিশ্বকাপ জেতার কীর্তি থাকা এই ব্রাজিলিয়ানের মৃত্যুর পর মার্কিন প্রেসিডেন্ট শোক বার্তায় তিনি লেখেন, 'খেলার মতো আর কোন কিছু বিশ্বকে একত্রিত করে না। নিপীড়িত অবস্থা থেকে উঠে এসে পেলের  ফুটবল কিংবদন্তি হওয়া দেখিয়েছে কতটা উপরে যাওয়া সম্ভব।'

ফিফা সভাপতি ইনফান্তিনো অফিসিয়াল বিবৃতির পাশাপাশি ভিডিও পোস্ট করেছেন। জানিয়েছেন পেলেকে নিয়ে তার ভেতরের আবেগ, 'আমার হৃদয় ভেঙে গেছে। ফুটবলের জন্য সত্যিই মর্মান্তিক দিন। পেলে শতাব্দীর সেরা অ্যাথলেট। পেলে যা করতে চেয়েছেন তা অনেকে স্বপ্নেও ভাবে না। ১৯৭০ বিশ্বকাপের সেমিফাইনাল পরিচিত "পেলে রান অ্যারাউন্ড" হিসেবে। আমার বাবা ছোটবেলা আমাকে একটি সিনেমা দেখাতে নিয়ে গিয়েছিলেন, যেখানে পেলে চরিত্র ছিল। দেখিয়েছিলেন কী অবিশ্বাস্য দক্ষতা, মোহনীয় সব মুহুর্ত। '

'মাঠে তার জাদুকরী উপস্থিতি ছিল। তার সঙ্গে যখন আপনি থাকেন পুরো বিশ্ব থমকে দাঁড়ায়। আজ সারা বিশ্ব তার জন্য শোক করছে। সর্বকালের শ্রেষ্ঠ ফুটবলার।'

ইংল্যান্ডের সাবেক তারকা গ্যারি লিনেকার লিখেছেন, 'সবচেয়ে ঐশ্বরিক ফুটবলার তিনি'। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন পেলের মৃত্যুতে ওয়েম্বলি স্টেডিয়ামকে ব্রাজিলের  হলুদ রঙে রাঙিয়েছে এবং লিখেছে, 'যারাই ফুটবল ভালোবাসে, তারা পেলেকে ভালোবাসে।'

অলিম্পিকে আটবারের চ্যাম্পিয়ন অ্যাথলেট উসাইন বোল্ট পেলেকে বলছেন, 'ক্রীড়া কিংবদন্তি।'

১৯৭৭ সালে নিউ ইয়র্ক কসমসে যেখানে পেলে ফুটবল ক্যারিয়ারের ইতি টেনেছিলেন। তারা লিখেছে, 'পেলে আমেরিকায় ক্রীড়া বিপ্লব শুরু করেছিলেন। ফুটবলকে যুক্তরাষ্ট্রে জনপ্রিয় করেছিলেন তিনি। যেখানে শুধু আগে বেসবল খেলা হতো পেলের পর সেখানে ফুটবল পৌঁছেছে।'

ব্রাজিলের সরকার তাদের টুইটার একাউন্টে লিখেছে, 'আমাদের শক্তিমান নায়ক, যিনি তার কীর্তি দিয়ে অমর।'

বিবৃতিতে ব্রাজিলিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন লিখেছে, 'সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলারের চেয়েও বেশি কিছু। মহারাজা আমাদের নতুন ব্রাজিল দিয়েছিলেন, তার প্রতি আমরা কৃতজ্ঞ।'

পেলের মেয়ে কেলি নসিমেন্ত অশ্রুভেজা অবস্থান লিখেছেন, 'সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ, তোমাকে অজস্র ভালোবাসা। শান্তিতে ঘুমাও।'

Comments

The Daily Star  | English

Govt cuts interest rates on savings tools

Finance ministry lowers rates on four key savings instruments

3h ago