পেলেই আমার কাছে সেরা: ক্লপ

ফুটবল ইতিহাসে সেরা খেলোয়াড় নিয়ে অনেক বিতর্ক। তুলনামূলক বিচারের চলে আসে একেক যুগের একেকজনের নাম। অনেকেই তাই এসব বিতর্ক এড়িয়ে হাঁটেন কূটনৈতিক পথে। লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ গেলেন না সেদিকে। তার মতে, যে যেমনই ভাবুক না কেন, পেলেই সেরা।
কোলন ক্যান্সারের সঙ্গে লড়াই থামিয়ে গত বৃহস্পতিবার ৮২ বছর বয়েসে মারা যান কিংবদন্তি ব্রাজিলিয়ান পেলে। এই ফুটবল সম্রাটের শোকে কাতর পুরো ফুটবল বিশ্ব। এমনকি খেলার বাইরের প্রভাবশালী ব্যক্তিরাও পেলেকে নিয়ে করছেন আহাজারি। পেলের কীর্তিকে স্মরণ করছেন সবাই। তিনি যে কেন ফুটবলের রাজা তা ব্যাখ্যা করছেন অনেকে।
ইংলিশ জায়ান্ট ক্লাব লিভারপুলের কোচ ক্লপ যেমন রাখঢাক না করেই পেলেকে সবার সেরা ঘোষণা দিয়ে দিলেন, 'আগামীতে কেউ আমাকে যা কিছুই বলুক না কেন, পেলেই আমার কাছে সবার সেরা। আমি এই কথা বলতে কখনই ভুল করব না।'
ক্লপের মতে পেলের সামর্থ্যের ০.০০১ শতাংশও নেই তার। ১০ নম্বর জার্সিটিকে বিশেষ কিছু বানিয়েছিলেন পেলে। ফুটবল খেলাটাকে ভিন্ন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন এই গ্রেট। পেলের বিখ্যাত ১০ নম্বর জার্সির একটা সংগ্রহে আছে ক্লপের কাছেও। নিজ দেশ জার্মানির আরেক কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের কাছ থেকে ক্লপ পেয়েছিলেন তা।
শোক জানাতে গিয়ে লিভারপুল কোচ জানান, এত বড় তারকা হয়েও মানুষ হিসেবে খুব সহজ একজন ছিলেন পেলে, 'পেলে দেখিয়েছেন পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় হয়েও কতটা সাধারণ থাকা যায়। এই ব্যাপারটাই আমার ভালো লাগার। বেকেনবাওয়ারও ঠিক এমন। তাদের থেকে আমি সাধারণ থাকার শিক্ষা নিয়েছি।'
আগামী ২ ও ৩ জানুয়ারি দুদিন ব্যাপী হবে পেলের অন্ত্যেষ্টিক্রিয়া। একমাত্র ফুটবলার হিসেবে তিনবার বিশ্বকাপ জেতা এই মহাতারকাকে স্মরণ করবে ইউরোপের শীর্ষ লিগগুলোও। ইংলিশ প্রিমিয়ার লিগ আসছে সপ্তাহের ম্যাচগুলোর আগে পেলের জন্য করতালি বাজাবে। স্প্যানিশ লা লিগা ও সেরি আ খেলা শুরুর আগে এক মিনিট দাঁড়িয়ে শ্রদ্ধা জানাবে কালো মানিকের প্রতি।
Comments