আমি প্রথমে মেসিকে আনতে চেয়েছিলাম: নাসর কোচ

সদ্যই খুঁজে পেয়েছেন নতুন ঠিকানা। পেয়েছেন নতুন ক্লাব। সেখানে কোচের মুখে যদি শুনতে হয় এতোদিন ধরে সেরার দৌড়ের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির বন্দনা, তা আর যাই হোক খুব একটা ভালো লাগার কথা না ক্রিস্তিয়ানো রোনালদোর। তেমনটাই হয়েছে পর্তুগিজ মহাতারকার সঙ্গে, তবে পুরোটাই মজার ছলে। আল নাসর কোচ রুদি গার্সিয়া কৌতুক করে বললেন, প্রথমে মেসিকেই আনতে চেয়েছিলেন তিনি।
রোনালদোর ট্রান্সফার নিশ্চিত হওয়ার প্রতিক্রিয়া জানাতে গিয়ে মেসিকে টেনে আনেন গার্সিয়া। এক সংবাদ সম্মেলনে বলেছেন, 'রোনালদো? প্রথমে দোহা থেকে সরাসরি মেসিকে নিয়ে আসার চেষ্টা করেছিলাম আমি।'
বিশ্বকাপের আগে পিয়ের্স মরগ্যানকে এক বিতর্কিত সাক্ষাৎকার দিয়ে ফুটবল বিশ্বে হইচই ফেলে দেন রোনালদো। যার জেরে ছাড়তে হয় ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর কিছুদিন ক্লাবহীন থাকার পর শুক্রবার রাতে আল নাসরে যোগ দেন রোনালদো। ৩৭ বছর বয়সী তারকার সঙ্গে দুই বছরের জন্য চুক্তি করে তারা। বেতন বোনাস মিলিয়ে দুই বছরে মোট ২০ কোটি ডলার ঢুকবে রোনালদোর পকেটে। যা ফুটবল ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়ার রেকর্ডও বটে।
এদিকে নাসরে যোগ দিলেও এখনও সৌদি আরবে পৌঁছাননি রোনালদো। সোমবার স্থানীয় সংবাদমাধ্যম আরিয়াদিয়াহ নিজেদের এক প্রতিবেদনে জানিয়েছে সোমবার স্থানীয় সময় রাত ১১টা নাগাদ সিআর সেভেন রিয়াদ পৌঁছবেন। এরপর মঙ্গলবার ডাক্তারি পরীক্ষার মুখোমুখি হবেন রোনালদো। একই দিনে ভক্তদের সামনে উপস্থাপন করা হবে। এরপর দলীয় অনুশীলনেও হাজির হতে পারেন রোনালদো।
Comments