শাস্তির মুখে এনজো ফার্নান্দেজ!

সময়টা খুব দারুণ কাটছিল আর্জেন্টিনার তরুণ মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের। বিশ্বচ্যাম্পিয়ন হয়ে প্রত্যাবর্তন করেছিলেন দেশে। ছুটি কাটিয়ে বেনফিকায় ফিরে একটি ম্যাচ খেলে নতুন বছর উদযাপন করতে আবার তিনি গিয়েছেন আর্জেন্টিনায়। কিন্তু এবার সময়মতো ফিরতে পারেননি। তাতেই খেপেছে তার ক্লাব। তাকে জরিমানা করা হবে বলে জানিয়েছে পর্তুগিজ সংবাদমাধ্যম রেকর্ড।
সংবাদ অনুযায়ী, নতুন বছরে বেনফিকার দুটি অনুশীলন সেশন মিস করেছেন এনজো। অথচ ছুটি শেষে গতকাল সোমবারের আগেই দলের সকল সদস্যদের অবিলম্বে ফিরে আসার আল্টিমেটাম দিয়েছিল বেনফিকা। কিন্তু পরিবারের সঙ্গে উদযাপন করতে আর্জেন্টিনায় বাড়তি সময় কাটান এই মিডফিল্ডার।
যদিও বেনফিকা প্রেসিডেন্ট রুই কস্তার কাছ থেকে মৌখিক অনুমতি নিয়ে এনজো বাড়তি ছুটি কাটিয়েছেন বলে জানিয়েছেন এই আর্জেন্টাইনের সংশ্লিষ্টরা। ইতোমধ্যে আবার পর্তুগালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। ফেরার পর তার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবে পর্তুগিজ ক্লাবটি।
কাতারে ৩৬ বছরের শিরোপা জয়ের আক্ষেপ ঘোচানোর মিশনে এবার আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এনজো। অথচ বিশ্বকাপের আগে প্রথম একাদশে জায়গা পাওয়াই নিশ্চিত ছিল না তার। কাতারে গিয়েই বদলে যায় তার ভাগ্য। মূল একাদশে সুযোগ পাওয়ার ক্ষেত্রে তার সাম্প্রতিক পারফরম্যান্সও রাখে দারুণ ভূমিকা। বেনফিকার হয়ে চলতি মৌসুমে দুর্দান্ত পারফর্ম করছেন তিনি।
এদিকে, আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি অনুযায়ী, এই জানুয়ারিতে শীতকালীন দলবদলে বেনফিকা ছেড়ে চেলসিতে যোগ দিতে যাচ্ছেন এনজো। এরমধ্যেই ইংলিশ ক্লাবটিকে ইতিবাচক সাড়া দিয়েছেন তিনি। তাকে পেতে রেকর্ড পরিমাণ অর্থ ব্যয় করতে হবে ব্লুজদের। ১২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে চলতি সপ্তাহেই চুক্তিটি হতে যাচ্ছে বলে জোর গুঞ্জন।
Comments