সৌদি ফুটবলের উন্নতিতে অবদান রাখবেন রোনালদো: নাসর কোচ

ছবি: আল নাসর

সাম্প্রতিক ফর্ম পক্ষে কথা না বললেও এখনও ফুটবল বিশ্বে ক্রিস্তিয়ানো রোনালদো অনেক বড় একটি নাম। সেই তুলনায় প্রতিদ্বন্দ্বিতা বা ফুটবলীয় মানের বিচারে বেশ পিছিয়ে সৌদি আরবের প্রো লিগ। তবে রোনালদোর আগমনে মধ্যপ্রাচ্যের দেশটির ফুটবলে উন্নতির ছোঁয়া লাগবে বলে মনে করেন আল নাসর কোচ রুদি গার্সিয়া।

পারস্পরিক সমঝোতায় ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর সিআর সেভেনকে দলহীন অবস্থায় কাটাতে হয়েছে এক মাসেরও বেশি সময়। এরপর আল নাসরের সঙ্গে দেনদরবার করে বিপুল পরিমাণ বেতন-ভাতায় সেই ক্লাবেই যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, আড়াই বছরে ২০ কোটিরও বেশি ইউরো ঢুকতে চলেছে রোনালদোর পকেটে।

গতকাল সোমবার নতুন ক্লাবে যোগ দিতে সৌদির রাজধানী রিয়াদে পৌঁছেছেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী ফরোয়ার্ড। রোনালদোকে পেয়ে উচ্ছ্বসিত গার্সিয়া বলেন, 'ক্রিস্তিয়ানো রোনালদোর মানের একজন খেলোয়াড়কে দলে টানতে পারাটা অসাধারণ ব্যাপার এবং (তার আগমন) সৌদি ফুটবলের উন্নতিতে অবদান রাখবে।'

লিল, রোমা ও মার্সেইয়ের মতো ক্লাবের সাবেক এই কোচ যোগ করেন, 'আমরা তার আগমনে খুশি। আমাদের প্রথম লক্ষ্য হলো এমন কাজ করা যাতে সে আমাদের দলের সঙ্গে মানিয়ে নিতে পারে, আল নাসরের হয়ে খেলাটা উপভোগ করতে পারে এবং সমর্থকদের আনন্দ দিতে পারে।'

৩৭ বছর বয়সী রোনালদোর পর এবার বিশ্ব ফুটবলের অন্যান্য তারকাদের নিজেদের লিগে আনতে চায় সৌদি। এই বিষয়ে দেশটির ক্রীড়ামন্ত্রী আব্দুলআজিজ বিন তুর্কি আল ফয়সাল বলেন, 'আন্তর্জাতিক তারকাদের সঙ্গে মানসম্মত চুক্তি করতে অন্যান্য ক্লাবগুলোকেও আমরা দ্রুত সাহায্য করব।'

সৌদি আরব পৌঁছলেও এখনও ভক্তদের সামনে হাজির করা হয়নি রোনালদোকে। দেশটির একাধিক গণমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার ডাক্তারি পরীক্ষার মুখোমুখি হবেন তিনি। একই দিনে জমকালো আয়োজনে ভক্তদের সামনে উপস্থাপন করা হবে তাকে। আল নাসরের ঘরের মাঠ মর্সুল পার্কে ৩০ হাজার সমর্থকের সামনে প্রথমবারের মতো হাজির হবেন পর্তুগালের জার্সিতে ২০১৬ ইউরোজয়ী তারকা। সেখানে ভক্তদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন তিনি।

এদিন আল নাসরের দলীয় অনুশীলনেও হাজির হতে পারেন রোনালদো। তেমনটা হলে কোচ গার্সিয়া ও নতুন সতীর্থদের সঙ্গে সেটাই হবে তার প্রথম অনুশীলন।

সেখানেও দর্শকদের উপচে পড়া ভিড় থাকতে পারে বলে মনে করছে ক্লাব কর্তৃপক্ষ। ফলে যতজন ভক্তকে প্রবেশ করানো সম্ভব তাদের সকলকেই রোনালদোকে দেখার সুযোগ করে দিতে চায় তারা। এদিকে, স্থায়ী বাসস্থানের ব্যবস্থা হওয়ার আগ পর্যন্ত রিয়াদের কোনো একটি বিলাসবহুল হোটেলে থাকার কথা রয়েছে পর্তুগিজ তারকার।

Comments

The Daily Star  | English

The Daily Star, HSBC honour high achievers in O- and A-Level exams

To commemorate the victims of the July Uprising, the programme began with a one-minute silence, followed by the rendition of the national anthem

2h ago