আল নাসরে যেতে অন্য 'অনেক সুযোগ' নেননি রোনালদো

ইউরোপের অনেক ক্লাব তাকে পেতে আগ্রহী ছিল। শুধু তা-ই নয়, বিশ্বের নানা প্রান্ত থেকে প্রস্তাব এসেছিল তার কাছে। কিন্তু ক্রিস্তিয়ানো রোনালদো বেছে নিলেন আল নাসরকে। সৌদি আরবের ক্লাবটির হয়ে প্রথম সংবাদ সম্মেলনে পর্তুগিজ মহাতারকা নিজেই জানালেন বাকিদের প্রত্যাখ্যান করার কথা।
মঙ্গলবার ঘরের মাঠ মর্সুল স্টেডিয়ামে রোনালদোকে আনুষ্ঠানিকভাবে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেয় আল নাসর। শুরুতে গণমাধ্যমের মুখোমুখি হন ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড। এরপর সংবাদ সম্মেলন কক্ষ ছেড়ে মাঠে প্রবেশ করেন তিনি। সেসময় স্যুট পাল্টে আল নাসরের জার্সি গায়ে জড়িয়ে নেন রোনালদো। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তাকে বরণ করে নেয় ভরপুর গ্যালারিতে থাকা ভক্ত-সমর্থকরা। সেইখানেই শেষ নয়। কিছু সময় পর নতুন সতীর্থদের সঙ্গে অনুশীলন সেশনেও নেমে পড়েন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী ফুটবলার।
সংবাদ সম্মেলনে ইউরোপ ছেড়ে এশিয়ার ক্লাব আল নাসরে পাড়ি জমানোর আগে অনেক প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কথা জানান রোনালদো, 'ইউরোপে আমার অনেক সুযোগ ছিল। ব্রাজিল, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও এমনকি পর্তুগালের অনেক ক্লাব (আমার ব্যাপারে আগ্রহী ছিল)।'
বর্ণাঢ্য ও সাফল্যমণ্ডিত ক্যারিয়ারে অর্জিত বিপুল অভিজ্ঞতা ছড়িয়ে দিতে চান তিনি, 'আমার মতে, আমার জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে একটি গুরুত্বপূর্ণ ক্লাবকে উন্নত করার এটা ভালো একটি সুযোগ।'
ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্তাসের সাবেক তারকা রোনালদোর মতে, সৌদি প্রো লিগ অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, 'মানুষ কী বলে তা নিয়ে আমার মাথাব্যথা নেই। আমি জানি, এই লিগ অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আগামী পরশুর পরের দিন আমি ম্যাচ খেলার প্রত্যাশা করছি।'
অনেকের দাবি, কেবল বিপুল অঙ্কের বেতন-ভাতার জন্যই আল নাসরে নাম লিখিয়েছেন রোনালদো। তবে পর্তুগালের জার্সিতে ২০১৬ ইউরোজয়ী ফরোয়ার্ড সমালোচকদের উদ্দেশ্যে বলেন, 'অনেক লোকই অনেক কথা বলে ও তাদের মতামত দেয়। কিন্তু তারা ফুটবলের ব্যাপারে খুব বেশি কিছু জানে না।'
Comments