গোল করে পেলের মতো উদযাপন রদ্রিগোর

শেষ দুই বছর ছাড়া গোটা ক্যারিয়ারেই পেলে খেলেছিলেন সান্তোসে। সেই সান্তোসে খেলেই উঠে এসেছেন রদ্রিগো। এই ক্লাবেই পেশাদার ফুটবলের শুরু তার। গোলের পর কিংবদন্তি পেলের মতোই উদযাপন করে শ্রদ্ধা জানালেন এ তরুণ।
মঙ্গলবার রাতে কোপা দেল রে'র ম্যাচে স্পেনের চতুর্থ সারির লিগের দল সিপি কাসেরেনোকে কোনোমতে ১-০ ব্যবধানে হারায় রিয়াল। ম্যাচের একমাত্র গোলটি করেন রদ্রিগো।
গোলটিতেও দারুণ মুনশিয়ানা দেখিয়েছেন এ ব্রাজিলিয়ান। সতীর্থের কাছ থেকে বল পেয়ে বাঁ প্রান্তে দুই খেলোয়াড়কে কাটিয়ে ডি-বক্সে ঢুকে আরেক খেলোয়াড়কে এড়িয়ে দারুণ এক কোণাকোণি শটে লক্ষ্যভেদ করেন রদ্রিগো।
এরপর গোল উদযাপনে আইকনিক সেই উদযাপন। লাফিয়ে উঠে মুষ্টিবদ্ধ ডান হাত ছুড়লেন বাতাসে, যেমনটা করতেন পেলে। তিনবার লাফ দিয়ে প্রতিবারই মুঠোবদ্ধ ডান হাত শূন্যে ছুড়েছেন এ ব্রাজিলিয়ান। সান্তোসে বহু গোলে এভাবেই উদযাপন করেছেন পেলে।
আগের দিনই চিরনিদ্রায় শায়িত করা হয়েছে পেলেকে। তার মৃত্যুর পর এটাই ছিল রদ্রিগোর প্রথম গোল। এর আগে এই কিংবদন্তির মৃত্যুর পর টুইটে রিয়াল উইঙ্গার লিখেছিলেন, 'সান্তোসে লোকের মুখে প্রতিদিন আপনার গল্প শুনে আমরা বড় হয়েছি।'
Comments