'পিএসজিতে প্রথম বছর পুরোপুরি নষ্ট করেছেন মেসি'

ক্যারিয়ারের শেষভাগে এসে অবশেষে বিশ্বকাপ জিতেছেন লিওনেল মেসি। ফলে সময়ের অন্যতম সেরা এই ফরোয়ার্ডের বন্দনায় মেতেছেন প্রায় সকল ফুটবলপ্রেমী। তবে সাবেক ফরাসি ও পিএসজি তারকা জেরোম রোথেন এমন সময়েও ছাড় দিলেন না আর্জেন্টাইন অধিনায়ককে। পার্ক দেস প্রিন্সেসে তিনি প্রথম বছরের পুরোটাই নষ্ট করেছেন বলে জানান এ ফরাসি।
২০২১ সালের আগস্টে দীর্ঘ ২১ বছরের বার্সেলোনা অধ্যায়ের সমাপ্তি ঘটিয়ে ফ্রি ট্রান্সফারে প্যারিস সেইন্ট জার্মেইয়ে পাড়ি জমান মেসি। প্রথম মৌসুমে নিজের নামের প্রতি সে অর্থে সুবিচার করতে পারেননি তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪ ম্যাচ খেলে মাত্র ১১ বার জাল খুঁজে নিতে সক্ষম হন মেসি।
প্রত্যাশা অনুযায়ী গোল করতে না পারলেও সতীর্থদের সহায়তা করানোয় দুর্দান্ত ছিলেন মেসি। সে মৌসুমে ১৫টি অ্যাসিস্ট ছিল তার। এছাড়া অনেক গোলের উৎস ছিলেন তিনি। তবে নামটা মেসি বলেই এমন পারফরম্যান্সের পরও সমালোচিত হতে হয় তাকে। অতিমানবীয় অতীত রেকর্ডই মূল কারণ।
ফরাসি গণমাধ্যম আরএমসি স্পোর্টসে এক অনুষ্ঠানে এই সাবেক ফুটবলার বলেন, 'সে (মেসি) দেড় বছর ধরে পিএসজিতে আছে এবং প্রথম বছরটা পুরোপুরি নষ্ট করেছে। মানিয়ে নিতে সময় নেয়াতে আমার আপত্তি নেই কিন্তু লিও মেসি বিশ্বের সেরা খেলোয়াড়। এই ধরণের খেলোয়াড়দের মানিয়ে নিতে কিছুটা কম সময় লাগার কথা।'
২০২১-২২ মৌসুমটা ভালো কাটেনি আরেক পিএসজি তারকা নেইমার জুনিয়রেরও। সেবার ২৮ ম্যাচে মাত্র ১৩টি গোল ও ৮টি অ্যাসিস্ট করতে পেরেছিলেন তিনি। মেসির সমালোচনার সময় নেইমারকেও টেনে আনেন রোথেন, 'আমার মতে প্রথম বছরে নেইমারের মতো তিনিও (সঠিক মানসিকতা) থেকে অনেক দূরে ছিলেন যার ফলে তাদের নিয়ে অনেক সমালোচনা করা হয়েছে।'
তবে প্রথম মৌসুমের ব্যর্থতা ঘুচিয়ে চলতি মৌসুমেই স্বরূপে ফেরেন মেসি। বিশ্বকাপ শুরুর আগে ২০২২-২৩ মৌসুমে পিএসজির জার্সিতে ১৯ ম্যাচ খেলেন ক্ষুদে জাদুকর। মোট ১২টি গোল ও ১৪টি অ্যাসিস্ট করেন সেই ম্যাচগুলোতে।
কাতারে আরও অনন্য হয়ে উঠেন রেকর্ড সাতবারের ব্যালন ডি'অরজয়ী। আসরজুড়ে দ্যুতি ছড়িয়ে জিতে নেন সেরা খেলোয়াড়ের পুরস্কার 'গোল্ডেন বল'। সাত গোল ও তিন অ্যাসিস্টের পাশাপাশি মোট ২১বার গোলের সুযোগ তৈরি করেন মেসি।
বিশ্বকাপ শেষে আর্জেন্টিনায় লম্বা ছুটি কাটিয়ে বুধবার পিএসজিতে যোগ দিয়েছেন ক্ষুদে জাদুকর। আগামী শুক্রবার (৬ জানুয়ারি) রাতে কুপ দে ফ্রান্সের ম্যাচে চাতোহুর বিপক্ষে মেসির একাদশে ফেরাটা তাই অনেকটাই অনুমিত।
Comments