'১০০ পয়েন্টও অর্জন করতে পারে আর্সেনাল'

ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে দেখা মিলছে এক অদম্য আর্সেনালের। পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান তাদের। ৮ পয়েন্টে পিছিয়ে শিরোপার দৌড় থেকে ছিটকে পড়ার শঙ্কায় শিরোপাধারী ম্যানচেস্টার সিটি। তাদের কোচ পেপ গার্দিওলার মনে করছেন, ধারাবাহিকতা বজায় রাখলে ১০০ পয়েন্টও অর্জন করে ফেলতে পারে আর্সেনাল।

সর্বশেষ ২০০৩-০৪ মৌসুমে প্রিমিয়ার লিগ জিতেছিল গানাররা। দলটির বর্তমান কোচ মিকেল আর্তেতা একসময় ছিলেন গার্দিওলারই সহকারী। ২০১৯ সালে দায়িত্ব পাওয়া এই কোচের অধীনে সোনালি অতীত ফিরে পাওয়ার স্বপ্ন দেখছেন আর্সেনাল ভক্তরা।

আর্তেতার দলের ম্যাচপ্রতি পয়েন্টের গড়ের দিকে ইঙ্গিত করে বুধবার এক সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেন, 'আর্সেনালের (ম্যাচপ্রতি পয়েন্টের) যে গড় আছে, যেভাবে তারা খেলছে, সেভাবে খেললে ১০০ পয়েন্টেরও বেশি অর্জন করবে। এভাবে যদি তারা খেলা চালিয়ে যায়, তাহলে আমরা তাদের ধরতে পারব না।'

১৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৩৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে সিটি। এমন পরিস্থিতিতে শিরোপার আশা জিইয়ে রাখার পথও জানিয়ে দিলেন গার্দিওলা। 

৫১ বছর বয়সী তারকা স্প্যানিশ কোচ বলেন, 'যেভাবে আপনাকে (পয়েন্টের) ব্যবধান কমাতে হবে তা হলো ভালো খেলা ও ম্যাচ জেতার মাধ্যমে। এখান থেকে আমাদের প্রায় নিখুঁত হতে হবে এবং আশা করতে হবে যেন তারা তারা খারাপ খেলে। গতকাল (মঙ্গলবার) তারা নিউক্যাসলের (ইউনাইটেড) বিপক্ষে (ড্র করলেও) দুর্দান্ত ছিল... দেখা যাক কী হয়।' 

লিগের পরের ম্যাচে চেলসির আতিথ্য নেবে ম্যান সিটি। আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি।

Comments

The Daily Star  | English

Ritu Porna brace takes Bangladesh to verge of history

Peter Butler's charges beat favourites Myanmar 2-1 in Asian Cup Qualifiers

55m ago