সৌদিতে এসেও সেই নিষেধাজ্ঞার কবলে রোনালদো

ছবি: সংগৃহীত

আনুষ্ঠানিকতা শেষ। এবার অপেক্ষা মাঠের ফুটবলের। আজ বৃহস্পতিবারই আল তায়েরের বিপক্ষে অভিষেকের কথা ছিল ক্রিস্তিয়ানো রোনালদো। কিন্তু গুডিসন পার্কের সেই ঘটনা সামনে চলে এসেছে সৌদি আরবেও। এখানেও তাকে নিষিদ্ধ থাকতে হবে দুই ম্যাচ।

মূলত ঘটনা গত এপ্রিলের। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে অবনমন অঞ্চলে লড়াই করতে থাকা এভারটনের সঙ্গে হেরে মেজাজ ধরে রাখতে পারেননি রোনালদো। ডাগআউটে ফেরার সময় দেখেন তাকে ভিডিও করার চেষ্টা করছিলেন এক কিশোর। মুহূর্তেই খেপে যান তিনি। এবং সেই কিশোরের হাতে আঘাত করে বসেন।

পরে জানা যায় জ্যাকব হার্ডিং নামক সেই কিশোরটি একজন প্রতিবন্ধী। আর প্রথমবারের মতো ফুটবল ম্যাচ দেখতে মাঠে গিয়েছিলেন ১৪ বছর বয়সী জ্যাকব। প্রিয় দল এভারটনের বিপক্ষে ইউনাইটেডের ম্যাচে রোনালদো থাকায় তার আগ্রহটা বেশি ছিল তার। কিন্তু মাঠে উল্টো রোনালদোর কাছ থেকে সরাসরি আঘাত পান জ্যাকব। সে ঘটনায় হাত থেকে পড়ে ভেঙে যায় জ্যাকবের মোবাইল। হাতেও বেশ আঘাত পান। দেখাতে হয় চিকিৎসকও।

পরে অবশ্য সেই ভক্তকে ওল্ড ট্র্যাফোর্ডে আমন্ত্রণ জানিয়ে বিষয়টি মিটিয়ে নিতে চেয়েছিলেন রোনালদো। কিন্তু রোনালদোর এই আমন্ত্রণকে উল্টো ভণ্ডামি বলেছিলেন জ্যাকবের মা সারাহ। সামাজিকমাধ্যমে সেই ঘটনাকে দুঃখজনক বলে জ্যাকবকে আমন্ত্রণ জানালেও জ্যাকবের কাছে ক্ষমা না চাওয়ায় বিষয়টি মেনে নেননি সারাহ।

এরপর বিষয়টি তদন্ত করে গত ২৩ নভেম্বরের শেষে দুই ম্যাচের জন্য রোনালদোকে নিষিদ্ধ করে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। কিন্তু ঠিক এর আগের দিনই পারস্পরিক সম্মতিতে রোনালদোর সঙ্গে চুক্তি বাতিল করে ইউনাইটেড। ফলে সেই নিষেধাজ্ঞা নতুন ক্লাব আল নাসরে যোগ দেওয়ার পরই পেতে হচ্ছে এই পর্তুগিজ তারকাকে।

রোনালদো ভেবেছিলেন ইংল্যান্ড ছেড়ে আসায় তাকে আর সে নিষেধাজ্ঞা কাটাতে হবে না। কিন্তু সৌদি আরবেও তাড়া করে বেরাল সেই নিষেধাজ্ঞা। ফলে অপেক্ষা বাড়ল তার। এদিকে আল তায়েরের বিপক্ষে রোনালদো থাকবেন ভেবে ২৮ হাজার সমর্থক ম্যাচের টিকিট কেটে ফেলেছিলেন।

Comments

The Daily Star  | English
Mirza Fakhrul on polls

Efforts on to make polls questionable and delayed: Fakhrul

Says Chief Adviser Yunus has assured BNP that the election will be held in February 2026

7h ago