পিএসজিতে ফিরে 'গার্ড অব অনার' পেলেন মেসি

ছবি: পিএসজি

লম্বা ছুটি কাটিয়ে অবশেষে পিএসজিতে ফিরেছেন লিওনেল মেসি। ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার নায়ক প্রত্যাবর্তনে পেয়েছেন উষ্ণ অভ্যর্থনা। ক্লাব সতীর্থ ও কোচিং স্টাফরা তাকে বরণ করে নেন 'গার্ড অব অনার' দিয়ে। উপহার হিসেবে তার হাতে তুলে দেওয়া হয় একটি ট্রফিও।

কাতারের মাটিতে আর্জেন্টিনা ৩৬ বছর পর বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে মেসির নেতৃত্বে। পরম আকাঙ্ক্ষিত শিরোপা নিয়ে উদযাপনের জন্য তাকে দুই সপ্তাহের বেশি সময় ছুটি দেয় পিএসজি। গত মঙ্গলবার রেকর্ড সাতবারের ব্যালন ডি'অর জয়ী তারকা নিজ দেশ থেকে ফেরেন ফরাসি ক্লাবটিতে। পরদিন তার অনুশীলনে যোগ দেওয়ার সময় তৈরি হয় আনন্দঘন পরিবেশ।

৩৫ বছর বয়সী মেসি যখন পিএসজির অনুশীলন মাঠে প্রবেশ করেন, তখন তাকে অভ্যর্থনা জানাতে দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে হাততালি দেন সতীর্থ ও কোচিং স্টাফরা। 'গার্ড অব অনার' প্রদানের পর স্মারক হিসেবে ছোট একটি ট্রফি তাকে উপহার দেওয়া হয়। সেটা তার হাতে তুলে দেন প্যরিসিয়ানদের ক্রীড়া পরিচালক লুইস কাম্পোস।

ছবি: পিএসজি

মেসিকে বরণ করে নেওয়ার সময় উপস্থিত ছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। তবে রুদ্ধশ্বাস ফাইনালে টাইব্রেকারে আর্জেন্টিনা যাদেরকে হারিয়ে শিরোপা জেতে, সেই ফ্রান্সের স্ট্রাইকার কিলিয়ান এমবাপে ছিলেন না। তাকে ছুটি দিয়েছেন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ে।

সবশেষ বিশ্বকাপে চোখ ধাঁধানো নৈপুণ্য উপহার দেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার মেসি। ফুটবলের মহাযজ্ঞে তিনি করেন দ্বিতীয় সর্বোচ্চ ৭ গোল। সতীর্থদের আরও ৩ গোলেও অবদান রাখেন। অনবদ্য পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তিনি জেতেন আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল। এর আগে ২০১৪ বিশ্বকাপের এই সম্মাননা উঠেছিল তার হাতে। ইতিহাসে দুবার গোল্ডেন বল জেতার কীর্তি তিনি ছাড়া আর কারও নেই।

বিশ্বকাপ শেষে মেসিকে ছাড়া ইতোমধ্যে ফরাসি লিগ ওয়ানে দুটি ম্যাচ খেলেছে পিএসজি। কিন্তু স্ত্রাসবুর্গের বিপক্ষে জিতলেও নতুন বছরের শুরুটা মনের মতো হয়নি প্রতিযোগিতাটির শিরোপাধারীদের। গত ২ জানুয়ারি তারা ৩-১ গোলে হেরে যায় লেঁসের মাঠে। নিষেধাজ্ঞার কারণে সেদিন নেইমারও খেলতে পারেননি।

বিশ্বকাপের আগে পিএসজির হয়েও ফর্মের তুঙ্গে ছিলেন ক্ষুদে জাদুকর খ্যাত মেসি। চলমান ২০২২-২৩ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯ ম্যাচ খেলে ১২ গোল করেছেন তিনি। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৪ গোল।

Comments