অজুহাত নয়, কেবল নিজেদের ব্যর্থতা দেখছেন রিয়াল কোচ

ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়া ডেভিড আলাভার হাতে বল লেগে পেনাল্টি হজম করায় কিছুটা দুর্ভাগাই বলা যায় দলটিকে
Carlo Ancelotti

নতুন বছরে প্রথম ম্যাচে নেমেই হারতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। ভিয়ারিয়ালের বিপক্ষে হারে আছে পেনাল্টির ভূমিকা। ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়া ডেভিড আলাভার হাতে বল লেগে পেনাল্টি হজম করায় কিছুটা দুর্ভাগাই বলা যায় দলটিকে। তবে হারের পেছনে এসব নয়, নিজেদের খারাপ খেলাকেই কারণ মনে করেন কোচ কার্লো আনচেলেত্তি।

শনিবার রাতে স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের মাঠে গিয়ে ২-১ গোলে ম্যাচ হারে শিরোপা প্রত্যাশী দলটি। বিরতির পর ইরেমি পিনোর গোলে গিয়ে যায় ভিয়ারিয়াল। ৬০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান করিম বেনজেমা। তিন মিনিট পরই  হতাশায় পুড়তে হয় রিয়ালকে।

নিজেদের বক্সে বল দখলের লড়াইয়ে গিয়ে ভারসাম্য হারিয়ে পড়ে যান আলাভা। এসময় বল লাগে তার হাতে। রেফারি বাজান পেনাল্টি বাঁশি। এই সিদ্ধান্ত নিয়ে তাৎক্ষণিকভাবে আপত্তি জানান খেলোয়াড়রা।

তবে ম্যাচ শেষে আনচেলেত্তি জানান, পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে তিনি ভুল কিছু দেখছেন না,  'ফুটবল এখন অনেক ভিন্ন। হ্যান্ডবলের ব্যাপারে পরিষ্কার আইন আছে। শরীর থেকে হাত দূরে থাকা অবস্থায় বল লাগলে পেনাল্টি হবে। ম্যাচের দুটি পেনাল্টি সিদ্ধান্তই ঠিক ছিল। ভক্তরা এইরকম পেনাল্টি দেখতে চায় না। যদিও রেফারিদের তো এই আইন প্রয়োগ করতেই হবে।'

রিয়াল কোচ হারের পেছনে স্রেফ নিজেদের খারাপ খেলাকেই কারণ হিসেবে তুলে ধরেছেন, 'ভিয়ারিয়াল আমাদের চেয়ে ভালো খেলেছে। জেতাটা তাদের প্রাপ্য ছিল। আমরা ভালো খেলতে পারিনি, রক্ষণ পোক্ত ছিল না।'

Comments

The Daily Star  | English

Power supply may not improve anytime soon

The power supply situation has further deteriorated across the country as another power plant has completely shut and there is no sign of increasing generation in the immediate future.

12h ago