'জাতীয় দল ও ক্লাবের মেসি সম্পূর্ণ আলাদা'

ক্লাব পর্যায়ে লিওনেল মেসির বিপক্ষে খেলার অভিজ্ঞতা আগেই ছিল ইয়োস্কো গ্যাভার্দিওলের। তবে বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে গিয়ে ভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে এ ডিফেন্ডার। আর সে অভিজ্ঞতা থেকেই জানালেন, জাতীয় দলের মেসির সঙ্গে ক্লাব পর্যায়ের মেসির অনেক পার্থক্যই রয়েছে।

ক্লাব পর্যায়ে লিওনেল মেসির বিপক্ষে খেলার অভিজ্ঞতা আগেই ছিল ইয়োস্কো গ্যাভার্দিওলের। তবে বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে গিয়ে ভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে এ ডিফেন্ডার। আর সে অভিজ্ঞতা থেকেই জানালেন, জাতীয় দলের মেসির সঙ্গে ক্লাব পর্যায়ের মেসির অনেক পার্থক্যই রয়েছে।

কাতার বিশ্বকাপে যে কয়জন ডিফেন্ডার নজর কেড়েছেন তাদের মধ্যে গ্যাভার্দিওল অন্যতম। শুরু থেকে দুর্দান্ত পারফর্ম করা এ তরুণ সংগ্রাম করেছেন কেবল আর্জেন্টিনার বিপক্ষে। বিশেষ করে মেসির বিপক্ষে। সেমি-ফাইনালের ম্যাচে আর্জেন্টিনার তৃতীয় গোলে তাকে রীতিমতো নাচিয়ে ছেড়েছেন মেসি।

অথচ ২০২১ সালের নভেম্বরে চ্যাম্পিয়ন্স লিগে আরবি লাইপজিগের হয়ে পিএসজির মুখোমুখি হয়ে মেসির বিপক্ষে খেলেছিলেন গ্যাভার্দিওল। সেদিন এ আর্জেন্টাইন তারকাকে আটকে রেখেছিলেন তিনি। যদিও প্রথম লেগের ম্যাচে জোড়া গোল পেয়েছিলেন মেসি। তবে সে ম্যাচে শেষ দিকে বদলি নেমেছিলেন গ্যাভার্দিওল।

সম্প্রতি জার্মান সংবাদ মাধ্যম বিল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্যাভার্দিওল বলেন, 'পিএসজির বিপক্ষে আমাদের খেলার চেয়ে তার (মেসির) বিরুদ্ধে লড়াই করা কঠিন ছিল। তবে ক্লাবের চেয়ে জাতীয় দলে তার প্রোফাইল সম্পূর্ণ আলাদা, এটি সম্পূর্ণ আলাদা।'

এর সম্ভাব্য কারণও ব্যাখ্যা করেছেন এ ডিফেন্ডার, 'আমি মনে করি তিনি অনেক অনুপ্রাণিত ছিলেন, এটি ছিল তার কিছু পাওয়ার শেষ সুযোগ। আমার মতে, সে এখন পর্যন্ত সেরা খেলোয়াড় যার বিরুদ্ধে আমাকে ডিফেন্ডার করতে হয়েছে। সে ছোট এবং আপনি যা করতে পারেন তা হল তাকে ফাউল করা বা ট্যাকল করা।'

Comments

The Daily Star  | English

Army given magistracy power

In order to improve law and order, the government last night gave the power of magistracy to commissioned army officers for 60 days.

2h ago