মেসির বিপক্ষেই সৌদিতে অভিষেক হবে রোনালদোর!

ক্রিস্তিয়ানো রোনালদোর আগমন বেশ ঘটা করেই উদযাপন করেছিল আল নাসর। কিন্তু পর্তুগিজ তারকাকে মাঠের লড়াইয়ে এখনও পায়নি সৌদি আরবের ক্লাবটি। বাধা হয়ে দাঁড়িয়েছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েসনের দেওয়া নিষেধাজ্ঞা। ফলে নাসরের জার্সিতে মাঠি নামতে সিআর সেভেনকে অপেক্ষা করতে হবে ২২ জানুয়ারি পর্যন্ত। তার আগে পিএসজির বিপক্ষে প্রীতি ম্যাচে রোনালদো খেলবেন বলে জানিয়েছেন নাসর কোচ রুদি গার্সিয়া।

আগামী ১৯ জানুয়ারি সৌদির রাজধানী রিয়াদে পিএসজির বিপক্ষে সেই প্রীতি ম্যাচটিতে অংশ নেবে নাসর-আল হিলালের সম্মিলিত একাদশ। রোববার ফরাসি গণমাধ্যম লা'কিপকে নাসর কোচ বলেন, 'এটা (সৌদিতে রোনালদোর অভিষেক) আল নাসরের জার্সিতে হবে না। আল হিলাল ও আল নাসরের সংমিশ্রণে এটা হবে।'

শুক্রবার (৬ জানুয়ারি) রাতে আল তায়েরের বিপক্ষেই নাসরের হয়ে অভিষেকের কথা ছিল রোনালদোর। কিন্তু সামনে চলে আসে গুডিসন পার্কের সেই ঘটনা। গত এপ্রিলে পয়েন্ট টেবিলের তলানীর দল এভারটনের বিপক্ষে হারের পর ডাগআউটে ফেরার সময় তাকে ভিডিও করতে থাকা এক প্রতিবন্ধী কিশোরের হাতে আঘাত করে বসেন রোনালদো।

জ্যাকব হার্ডিং নামক ১৪ বছর বয়সী সেই কিশোর সেদিনই প্রথমবারের মতো ফুটবল ম্যাচ দেখতে গিয়েছিলেন মাঠে। প্রিয় দল এভারটনের বিপক্ষে ইউনাইটেডের ম্যাচে রোনালদো থাকায় তার আগ্রহটা ছিল বেশি। কিন্তু মাঠে উল্টো রোনালদোর কাছ থেকে সরাসরি আঘাত পান জ্যাকব। সে ঘটনায় হাত থেকে পড়ে ভেঙে যায় তার মোবাইল। হাতে বেশ আঘাত পাওয়ায় চিকিৎসকও দেখাতে হয় জ্যাকবকে।

এরপর বিষয়টি তদন্ত করে গত নভেম্বরের শেষে দুই ম্যাচের জন্য রোনালদোকে নিষিদ্ধ করে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। ইংল্যান্ড ছেড়ে আসলেও বহাল রয়েছে সেই নিষেধাজ্ঞা।

দুই ম্যাচ নিষেধাজ্ঞার এক ম্যাচ ইতোমধ্যে পার করে ফেলেছেন রোনালদো। ১৪ জানুয়ারি (শনিবার) আল শাবাবের বিপক্ষে নাসরের ম্যাচশেষেই কেটে যাবে এই নিষেধাজ্ঞা। ফলে আগামী ২২ জানুয়ারি আল ইত্তিফাকের বিপক্ষে মাঠে নামতে আর কোন বাধা থাকবে না রোনালদোর।

Comments

The Daily Star  | English
US new import tariffs under Trump

Trump puts 35% tariff on Canada, eyes 15%-20% tariffs for others

“We're just going to say all of the remaining countries are going to pay, whether it’s 20% or 15%. We’ll work that out now,” Trump says

3h ago