হুট করে ফুটবলকে বিদায় জানালেন বেল
লস অ্যাঞ্জেলস এফসির সঙ্গে চুক্তি ছিল মৌসুমের শেষ পর্যন্ত। কিন্তু এতো দিন পর্যন্ত অপেক্ষা করলেন না গ্যারেথ বেল। মাঝ পথেই সব ধরণের ফুটবল থেকে অবসর নিয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক এ ফরোয়ার্ড। সোমবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।
অথচ ৬৪ বছর পর ওয়েলসকে বিশ্বকাপে নেওয়ার পর গ্রুপ পর্বে বিদায় শেষেও জানিয়েছিলেন খেলা চালিয়ে যাওয়ার কথা। কিন্তু মাস পার হতেই পাল্টে ফেললেন সূর। বুট জোড়া তুলেই রাখলেন ব্রিটেনের অন্যতম সেরা এ খেলোয়াড়।
নিজের অবসর নিয়ে সামাজিকমাধ্যমে বেল বলেছেন, 'সতর্কতা ও চিন্তাভাবনা করে আমি ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলাম। যে খেলাকে ভালোবাসি সেই খেলা খেলে আমার স্বপ্ন পূরণ করতে পেরে নিজেকে সত্যিই ভাগ্যবান মনে করি। এটা সত্যিই আমার জীবনের সেরা কিছু মুহূর্ত এনে দিয়েছে। ১৭ মৌসুম ধরে যা হয়েছে, তা পুনরাবৃত্তি করা অসম্ভব, পরের অধ্যায়ে আমার জন্য কী আছে সেটা কোনও ব্যাপার নয়।'
মাত্র ১৬ বছর বয়সে সাউদাম্পটনের হয়ে পেশাদার ফুটবলে অভিষেক বেলের। এরপর টটেনহ্যামে খেলেছেন ছয় মৌসুম। তখনই নজরে আসেন সবার। এরপর ২০১৩ সালে তৎকালীন বিশ্বরেকর্ড ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে যোগ দেন রিয়াল মাদ্রিদে। যেখানে জিতেছেন সম্ভাব্য সব শিরোপা।
লস ব্লাঙ্কোসদের হয়ে ১৭৬ ম্যাচে করেছেন ৮১ গোল। জীতেছেন পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, তিনটি লা লিগা, তিনটি উয়েফা সুপার কাপ, ক্লাব বিশ্বকাপ ও একটি কোপা দেল রে। জাতীয় দলে ১১১ ম্যাচে করেছেন ৪১টি গোল।
Comments