রিয়ালের বিপক্ষে ফাইনালে 'ক্ষুধার্ত' বার্সেলোনাকে দেখতে চান জাভি

বার্সেলোনা গত ২১ মাসে পায়নি কোনো শিরোপার স্বাদ। ব্যর্থতার এই বৃত্ত ভাঙার দারুণ একটি সুযোগ এবার স্প্যানিশ ক্লাবটির সামনে। আর সেই উপলক্ষকে আরও বেশি রাঙিয়ে তোলার অনুসঙ্গ হিসেবে তাদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ফাইনালে শিষ্যদের ক্ষুধার্ত রূপে দেখতে চান বার্সা কোচ জাভি হার্নান্দেজ।
ছবি: সংগৃহীত

বার্সেলোনা গত ২১ মাসে পায়নি কোনো শিরোপার স্বাদ। ব্যর্থতার এই বৃত্ত ভাঙার দারুণ একটি সুযোগ এবার স্প্যানিশ ক্লাবটির সামনে। আর সেই উপলক্ষকে আরও বেশি রাঙিয়ে তোলার অনুসঙ্গ হিসেবে তাদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ফাইনালে শিষ্যদের ক্ষুধার্ত রূপে দেখতে চান বার্সা কোচ জাভি হার্নান্দেজ।

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। সৌদি আরবের বাদশাহ ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত একটায়। দুই দলই টাইব্রেকারে জিতে পা রেখেছে শিরোপা নির্ধারণী মঞ্চে। রিয়াল হারিয়েছিল ভ্যালেন্সিয়াকে, বার্সা জিতেছিল রিয়াল বেতিসের বিপক্ষে।

ফাইনালের আগে সংবাদ সম্মেলনে প্রতিপক্ষ রিয়ালকে নিয়ে সমীহ ঝরেছে জাভির কণ্ঠে, 'মাদ্রিদ খুব শক্তিশালী একটি দল এবং মনস্তাত্ত্বিক দিক থেকে তারা কিছুটা এগিয়ে থাকবে। কারণ, সাম্প্রতিক বছরগুলোতে তারা (আমাদের চেয়ে) বেশি ফাইনাল খেলেছে এবং অভিজ্ঞতায় তারা এগিয়ে।'

কার্লো আনচেলত্তির অধীনে থাকা রিয়ালকে এগিয়ে রাখলেও শিষ্যদের উজ্জীবিত করতে বার্সা কোচ বলেছেন, 'আমাদের অনেক তরুণ ফুটবলার আছে যারা বার্সার হয়ে এখন পর্যন্ত কোনো শিরোপা জেতেনি। (তাদের উদ্দেশ্যে বলছি যে) তোমরা যখন একটা শিশু হিসেবে ফুটবল খেলা শুরু করেছিলে সেটা ছিল এই কারণে: মাদ্রিদের বিপক্ষে ফাইনাল খেলা।'

শিরোপা উঁচিয়ে ধরার সুযোগ কাজে লাগাতে মরিয়া বিশ্বকাপজয়ী সাবেক স্প্যানিশ ফুটবলার, 'আমরা ভীত নই, আমরা উদ্বিগ্ন নই। আমাদের সামনে শিরোপা জেতার একটি সুবর্ণ সুযোগ রয়েছে এবং মৌসুমের মাঝপথে সেটা (চ্যাম্পিয়ন হওয়া) অনেক গুরুত্বপূর্ণ অর্থ বহন করবে।'

লক্ষ্য পূরণে শিষ্যদের মনে তাড়নার বীজ বুনে দিতে চাইছেন জাভি, 'অনেক দিন হয়ে গেছে আমরা কোনো শিরোপা জিতিনি। তাই আমাদের ক্ষুধার্ত হতে হবে, যেটা আমি বেতিসের বিপক্ষে ম্যাচের আগেও খেলোয়াড়দের বলেছিলাম। শিরোপা জয়ের ক্ষেত্রে ক্ষুধার্ত মনোভাব দেখানোকে আমি একটি বাড়তি সুবিধা হিসেবে দেখি।'

ফাইনালে নিজেদের সেরাটা নিংড়ে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি, 'বার্সায় জয়ের ক্ষেত্রে কোনো আপোষের সুযোগ নেই এবং মূল উদ্দেশ্য হলো শিরোপা। অন্য কেউ প্রতিপক্ষ হিসেবে থাকলেও আমরা একই কথা বলতাম। আমরা উদ্দীপনা ও অনুপ্রেরণা নিয়ে তাদের (রিয়াল) ওপর ঝাঁপিয়ে পড়ব।'

Comments

The Daily Star  | English

Intense traffic grips Dhaka as polytechnic students block Satrasta Mor

Hundreds of students gathered in the intersection around 11:30am, said a traffic sergeant of the area.

7m ago