শিরোপার লড়াইয়ে বার্সেলোনাকে মোকাবিলার আগে সুখবর পেল রিয়াল

ভ্যালেন্সিয়ার বিপক্ষে সেমিফাইনালে চার ফুটবলার চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন। তাদের তিনজন এদুয়ার্দো কামাভিঙ্গা, এদার মিলিতাও ও ফেদেরিকো ভালভার্দে ফিরেছেন অনুশীলনে। বার্সেলোনাকে মোকাবিলার আগে যা নিঃসন্দেহে দারুণ সুসংবাদ রিয়াল মাদ্রিদের জন্য।
ছবি: টুইটার

ভ্যালেন্সিয়ার বিপক্ষে সেমিফাইনালে চার ফুটবলার চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন। তাদের তিনজন এদুয়ার্দো কামাভিঙ্গা, এদার মিলিতাও ও ফেদেরিকো ভালভার্দে ফিরেছেন অনুশীলনে। বার্সেলোনাকে মোকাবিলার আগে যা নিঃসন্দেহে দারুণ সুসংবাদ রিয়াল মাদ্রিদের জন্য।

সৌদি আরবের মাটিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে লড়বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। বাদশাহ ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত একটায় মাঠে গড়াবে হাইভোল্টেজ ম্যাচটি।

নির্ধারিত ও অতিরিক্ত সময় মিলিয়ে ১-১ সমতায় শেষ হয়েছিল রিয়াল ও ভ্যালেন্সিয়ার দ্বৈরথ। এরপর টাইব্রেকারে গোলরক্ষক থিবো কর্তোয়ার নৈপুণ্যে ৪-৩ গোলে জেতে কার্লো আনচেলত্তির শিষ্যরা। শিরোপা উঁচিয়ে ধরার অভিযানে তাদের সামনে এখন কেবল রয়েছে বার্সা নামক বাধা।

গত বুধবার রাতে রুদ্ধশ্বাস সেমিতে বিরতির পর আর মাঠে ফেরেননি ফরাসি মিডফিল্ডার কামাভিঙ্গা। তিনি হাঁটুতে অস্বস্তি বোধ করছিলেন। দ্বিতীয়ার্ধে স্প্যানিশ ডিফেন্ডার লুকাস ভাজকেজ ও ব্রাজিলিয়ান ডিফেন্ডার মিলিতাও যথাক্রমে গোড়ালি ও মাথায় চোট পেয়ে বেরিয়ে যান। এরপর অতিরিক্ত সময়ে উরুগুইয়ান মিডফিল্ডার ভালভার্দেকেও বাধ্য হয়ে উঠিয়ে নেওয়া হয়েছিল।

নানারকম চোটে ফাইনালে চার ফুটবলারকে না পাওয়ার শঙ্কা তৈরি হয়েছিল রিয়ালের। তবে স্প্যানিশ গণমাধ্যম এএস জানিয়েছে, গত শুক্রবার থেকে কামাভিঙ্গা, মিলিতাও ও ভালভার্দে অনুশীলনে ফিরেছেন। তবে সেখানে ছিলেন না ভাজকেজ। লস ব্লাঙ্কোদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে তার গোড়ালি মচকে গেছে। বেশ কিছু স্থানীয় গণমাধ্যমের দাবি, ভাজকেজের চোট বেশ গুরুতর। ছয় সপ্তাহের জন্য ছিটকে যেতে পারেন তিনি।

ভ্যালেন্সিয়ার বিপক্ষে ভাজকেজের বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তার স্বদেশি দানি কারভাহাল। যদিও কারভাহালের নিজেরই ফিটনেস নিয়ে শঙ্কা ছিল। তবে দুশ্চিন্তা উড়িয়ে সেদিন ৫০ মিনিটের বেশি খেলেন তিনি। শুক্রবারের অনুশীলনেও দেখা গেছে তাকে।

বার্সেলোনার বিপক্ষে সম্ভাব্য রিয়াল একাদশ: কর্তোয়া; কারভাহাল, নাচো, রুডিগার, মেন্দি; ভালভার্দে, ক্রুস, মদ্রিচ; রদ্রিগো, বেনজেমা, ভিনিসিয়ুস।

Comments

The Daily Star  | English

Police see dead man running

Amin Uddin Mollah is dead and buried for two years and 10 months.

4h ago