ইউনাইটেড যথাযথ একটি দল হিসেবে খেলছে, মত ব্রুনোর
মৌসুমের শুরুর দিকের বাজে সময় পিছনে ফেলে সামনে এগোচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। সবশেষ সাত ম্যাচের প্রতিটিতে জিতেছে তারা। ইংলিশ ক্লাবটির এমন ধারাবাহিকতায় দারুণ খুশি ব্রুনো ফার্নানদেস। পর্তুগিজ তারকার মতে, রেড ডেভিলরা এখন একটি যথাযথ দল হিসেবে খেলছে।
গতকাল শনিবার ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে শহর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়েছে ইউনাইটেড। জ্যাক গ্রিলিশ সফরকারীদের এগিয়ে দেওয়ার পর স্বাগতিকদের সমতায় ফেরান ব্রুনো। চার মিনিটের ব্যবধানে জয়সূচক গোল করেন মার্কাস র্যাশফোর্ড। এতে আসরের পয়েন্ট তালিকার তিনে উঠেছে এরিক টেন হাগের শিষ্যরা। ১৮ ম্যাচে তাদের পয়েন্ট ৩৮। সমান ম্যাচে এক পয়েন্ট বেশি নিয়ে দুই নম্বরে সিটিজেনরা। ১৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে সবার উপরে আর্সেনাল।
গত অক্টোবরে লিগে প্রথম দেখায় সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ৬-৩ গোলে উড়ে গিয়েছিল ইউনাইটেড। ওই হারের পর শুরু হয় তাদের ঘুরে দাঁড়ানোর লড়াই। টেন হাগের অধীনে ইতোমধ্যে নিজেদের চেনা রূপে ফিরতে শুরু করেছে ইংল্যান্ডের সফলতম ক্লাবটি। সব প্রতিযোগিতা মিলিয়ে গত ১৯ ম্যাচের মাত্র একটিতে হেরেছে তারা।
মাঠে ছন্দে থাকলেও মাঠের বাইরের ঘটনায় মাঝে কম ধকল পোহাতে হয়নি ইউনাইটেডকে। ব্রুনোর স্বদেশি মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো সবশেষ কাতার বিশ্বকাপের আগে দিয়েছিলেন বিস্ফোরক একটি সাক্ষাৎকার। ইউনাইটেড ও টেন হাগের সমালোচনায় মুখর হয়েছিলেন তিনি। তবে পুরো বিষয়টির সুরাহা শান্তিপূর্ণভাবে হয়েছে। পারস্পরিক সমঝোতায় দল ছেড়েছেন রোনালদো।
আসরের শিরোপাধারী পেপ গার্দিওলার শিষ্যদের হারানোর পর গণমাধ্যমকে ব্রুনো বলেছেন দলের মধ্যকার বর্তমান সম্প্রীতির কথা, 'এই ম্যাচের আগেও আমি বলেছিলাম যে এখন আমাদেরকে একটি দলের মতো দেখায়। কিছুদিন আগে মাঝে মাঝে আমাদের প্রত্যেকেই কেবল নিজের জন্য খেলত। এখন আপনারা একটি যথাযথ দলকে একে অপরের জন্য খেলতে দেখছেন।'
সিটির চেয়ে পয়েন্ট তালিকায় পিছিয়ে থাকা নিয়ে ২৮ বছর বয়সী মিডফিল্ডারের মন্তব্য, 'এটা আমাদের জন্য ভাবনার ব্যাপার নয়। আমাদের সামনের ম্যাচের দিকে তাকাতে হবে। আমরা যদি জেতা অব্যাহত না রাখি, তাহলে সিটি সামনে এগিয়ে যাবে। আমরা এই বড় জয়টি উদযাপন করব। তবে রোববার থেকে আমাদের নজর থাকবে সামনের ম্যাচের দিকে।'
Comments