রোনালদোর নেতৃত্বে মেসিদের বিপক্ষে খেলবে সৌদি দল

ক্রিস্তিয়ানো রোনালদোর আল নাসর ও আল হিলালের সম্মিলিত দলে খেলার কথা জানা গিয়েছিল আগেই। এবারে পর্তুগিজ মহাতারকার কাঁধে তুলে দেওয়া হলো গুরুদায়িত্ব। পিএসজির বিপক্ষে সৌদি আরবের ক্লাব দুটির সমন্বিত দলকে নেতৃত্ব দেবেন ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড।
ছবি: সংগৃহীত

ক্রিস্তিয়ানো রোনালদোর আল নাসর ও আল হিলালের সম্মিলিত দলে খেলার কথা জানা গিয়েছিল আগেই। এবারে পর্তুগিজ মহাতারকার কাঁধে তুলে দেওয়া হলো গুরুদায়িত্ব। লিওনেল মেসির পিএসজির বিপক্ষে সৌদি আরবের ক্লাব দুটির সমন্বিত দলকে নেতৃত্ব দেবেন ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড।

আগামী বৃহস্পতিবার রাতে দেখা হয়ে যেতে পারে দুই তারকা ফুটবলার মেসি ও রোনালদোর। সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে সেদিন মুখোমুখি হবে ফরাসি লিগ ওয়ানের শিরোপাধারী পিএসজি এবং আল নাসর ও আল হিলালের সম্মিলিত দল। প্রীতি ম্যাচটির অফিসিয়াল নাম রিয়াদ সিজন কাপ।

রোনালদোর সৌদি দলটির অধিনায়কের আর্মব্যান্ড পরার কথা গতকাল সোমবার নিশ্চিত করেছেন তুর্কি আল শেখ। দেশটির জেনারেল অথরিটি অব এন্টারটেইনমেন্টের (জিইএ) চেয়ারম্যান সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন। ১৩ সেকেন্ডের ওই ভিডিওটিতে রোনালদোকে আর্মব্যান্ড পরিয়ে দিতে দেখা গেছে তাকে।

বিপুল অঙ্কের বেতন-ভাতায় গত বছরের শেষদিনে ইউরোপ ছেড়ে আড়াই বছরের চুক্তিতে আল নাসরে যোগ দেন রোনালদো। কিন্তু নতুন ক্লাবের জার্সিতে এখনও অভিষেক হয়নি পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী ফুটবলারের। ইংলিশ পরাশক্তি ম্যানচেস্টার ইউনাইটেডে থাকাকালে এক দর্শকের ফোন ভাঙার ঘটনায় দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন তিনি।

রোনালদোকে দলে টানার পর সৌদি প্রো লিগে দুটি ম্যাচ খেলে ফেলেছে আল নাসর। ফলে শাস্তি শেষ হয়ে যাওয়ায় মাঠে নামতে আর কোনো বাধা নেই তার। সেকারণে আল নাসরের হয়ে মাঠে নামার আগেই প্রীতি ম্যাচের মাধ্যমে সৌদি ফুটবলে অভিষেক হতে যাচ্ছে তার।

সবকিছু পরিকল্পনামাফিক এগোলে দুই বছরের বেশি সময়ের ব্যবধানে পরস্পরকে মোকাবিলা করবেন মেসি ও রোনালদো। শেষবার তাদের দেখা হয়েছিল ২০২০ সালের ডিসেম্বরে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে। মেসির বার্সেলোনার বিপক্ষে ৩-০ গোলে জেতা ম্যাচে জুভেন্তাসের হয়ে জোড়া লক্ষ্যভেদ করেছিলেন রোনালদো।

Comments

The Daily Star  | English
DHL Daily Star Bangladesh Business Awards 2023

DHL, Daily Star honour five business luminaries for outstanding achievements

The theme of this year's event is "Bangladesh on the rebound".

10h ago