বার্সেলোনায় কোনো 'অপ্রধান' খেলোয়াড় নেই: জাভি

নিয়মিত একাদশের বেশিরভাগ খেলোয়াড়কে ছাড়া মাঠে নামল বার্সেলোনা। শুরুতে নির্বিষ ফুটবল খেললেও গোল উৎসব করেই কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে উঠল তারা। ম্যাচের পর তাদের কোচ জাভি হার্নান্দেজ বললেন, দলের সব ফুটবলারই তার কাছে গুরুত্বপূর্ণ।
ছবি: এএফপি

নিয়মিত একাদশের বেশিরভাগ খেলোয়াড়কে ছাড়া মাঠে নামল বার্সেলোনা। শুরুতে নির্বিষ ফুটবল খেললেও গোল উৎসব করেই কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে উঠল তারা। ম্যাচের পর তাদের কোচ জাভি হার্নান্দেজ বললেন, দলের সব ফুটবলারই তার কাছে গুরুত্বপূর্ণ।

গতকাল বৃহস্পতিবার রাতে আসরের শেষ ষোলোর ম্যাচে তৃতীয় বিভাগের দল সেউতাকে ৫-০ গোলে হারিয়েছে স্প্যানিশ পরাশক্তি বার্সা। প্রথমার্ধের শেষদিকে তাদেরকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা। দ্বিতীয়ার্ধে পোলিশ স্ট্রাইকার রবার্ত লেভানদভস্কি জাল খুঁজে নেন দুবার। কাতালানদের অন্য দুই গোলদাতা হলেন স্প্যানিশ ফরোয়ার্ড আনসু ফাতি ও আইভোরিয়ান মিডফিল্ডার ফ্রাঙ্ক কেসিয়ে।

লেভানদভস্কি শুরুর একাদশে থাকলেও গোলরক্ষক মার্ক-অ্যান্ড্রে টের স্টেগেন, মিডফিল্ডার পেদ্রি ও ফরোয়ার্ড ওসমান দেম্বেলে ছিলেন একেবারেই অনুপস্থিত। ফাতির পাশাপাশি বিরতির পর বদলি হিসেবে মাঠে নামেন মিডফিল্ডার সার্জিও বুসকেতস। সেসময় আক্রমণে ধার বাড়ে বার্সেলোনার। গোলমুখেও কার্যকর হয়ে ওঠে তাদের ফুটবলাররা।

ছবি: এএফপি

স্কোয়াডের প্রতিটি খেলোয়াড়ের গুরুত্ব বোঝাতে গিয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জাভি বলেন, 'এই দল জিততে চায়। এই দল ক্ষুধার্ত। এই ধরনের (নাজুক অবস্থার) মাঠে এসে জেতা সহজ নয়। আমরা খুব পেশাদার ছিলাম। আমরা দেখিয়েছি যে আমাদের একটি দুর্দান্ত স্কোয়াড আছে। আমার কাছে, কোনো খেলোয়াড়ই অপ্রধান নয়।'

গত ১৬ জানুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৩-১ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ ঘরে তোলে বার্সা। এরপর কোপা দেল রেতে সহজ প্রতিপক্ষের বিপরীতে নিয়মিত খেলোয়াড়দের বিশ্রাম পাওয়া অনুমিতই ছিল। তবে শুরু থেকে লেভানদভস্কিকে খেলিয়ে চমক দেখান জাভি। এই প্রসঙ্গে বার্সা কোচ বলেন, 'সে কতটা পেশাদার তা দেখিয়েছে। আমাদের জন্য সে উপযুক্ত একজন। কারণ, সে গোলও করেছে।'

কোপা দেল রের শেষ আটে ওঠা বার্সা লা লিগার পয়েন্ট তালিকায় আছে শীর্ষে। ১৬ ম্যাচে তাদের অর্জন ৪১ পয়েন্ট। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে আসরের শিরোপাধারী রিয়াল। সুপার কাপের ফাইনালে তাদের বিপক্ষে জিতে দীর্ঘ ২১ মাসের শিরোপাখরার অবসান ঘটায় জাভির শিষ্যরা।

Comments

The Daily Star  | English
Is Awami League heading towards a Pyrrhic victory

Column by Mahfuz Anam: Is Awami League heading towards a Pyrrhic victory?

With values destroyed, laws abused, institutions politicised, and corruption having become the norm, will victory by worthwhile for the Awami League?

9h ago