রোনালদোকে আরও পাস দেওয়ার তাগিদ আল-নাসর কোচের

আল-নাসরের হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে অভিষেকটা ভালো হয়নি ক্রিস্তিয়ানো রোনালদোর। মূলত সতীর্থদের কাছ থেকে পর্যাপ্ত সহায়তাই পাননি এ পর্তুগিজ তারকা। তবে আগামীতে রোনালদো যেন আরও বেশি বল পান তা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন আল-নাসর কোচ রুডি গার্সিয়া।
সৌদি প্রো লিগে রোববার রাতে আল ইত্তেফাকের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে জিতেছে আল-নাসর। এ ম্যাচে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন রোনালদো। তার খেলা দেখতে গ্যালারিও ছিল ভরপুর। তবে ভক্তদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হন তিনি।
পুরো ৯০ মিনিট খেলে গোল পাননি রোনালদো। মোট ৪১ বার বল স্পর্শ করতে পেরেছেন। শট নিতে পেরেছেন মোট ৪টি। যার দুটি প্রতিহত করেন প্রতিপক্ষ ডিফেন্ডাররা। বাকি দুটির কেবল একটি ছিল লক্ষ্যে। সঠিক পাস দিয়েছেন ৮৯ শতাংশ।
রোনালদোর কাছে প্রত্যাশাটা আরও বেশি সমর্থকদের। তাকে তাই শিষ্যদের আরও বেশি পাস দেওয়ার তাগিদ দিয়ে আল-নাসর কোচ বলেন, 'খেলোয়াড়দের স্বাভাবিক খেলার পাশাপাশি ক্রিস্তিয়ানোকে বল দেওয়ার চেষ্টা করাও গুরুত্বপূর্ণ। আমি তাদের বলেছি মাঠে সঠিক সিদ্ধান্ত নিতে। অবশ্যই যখন ক্রিস্তিয়ানো বা তালিস্কা একা থাকে এবং বল চাইলে আমাদের তাদের বল দিতে হবে। এই দুই খেলোয়াড় পার্থক্য করতে সক্ষম।'
তবে অনেকসময় সতীর্থরা বল পাস দিতে চেয়েও ডি-বক্সে ফরোয়ার্ডদের পাননি বলে জানান এ কোচ, 'আজ রাতে, আমি মনে করি যে কখনো কখনো আমাদের তাদের পাস দেওয়ার জন্য ভালো অবস্থান ছিল কিন্তু ডি-বক্সে পর্যাপ্ত লোক ছিল না – এবং কখনো রোনালদো নেই আবার কখনো তালিস্কা নেই। আমাদের এটা নিয়ে কাজ করতে হবে, তাদের একজনকে বক্সে রাখতে হবে এবং অন্যজন বক্সের বাইরে খেলবে।'
অভিষেকটা ভালো না হলেও খুব শীগগিরই রোনালদো স্বরূপে ফিরবেন বলে প্রত্যাশা করছেন গার্সিয়া, 'ক্রিস্তিয়ানোকে সবাই চেনে– তিনি পাঁচবারের ব্যালন ডি'অর বিজয়ী। তিনি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। তাকে সেরা অবস্থায় পাওয়া নিশ্চিত করা আমাদের উপর নির্ভর করে। আমি চাই সে এখানে খেলা উপভোগ করুক এবং আজ রাতে সে প্রথমবার খেলতে পেরে খুশি।'
Comments