এই লিভারপুলে এখন মেসিও সংগ্রাম করবে: ওয়েন
সময়টা বেশ বাজে কাটছে ফুটবল ক্লাব লিভারপুলের। মৌসুমের অর্ধেক না যেতেই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা দৌড় থেকে এক অর্থে ছিটকে পড়েছে দলটি। বিশ্বকাপে চমক দেখানো কোডি গাপকোকে কিনেও ভাগ্য ফিরেনি তাদের। দলের এমনই পরিস্থিতি যে লিওনেল মেসি আসলেও এই লিভারপুলে সংগ্রাম করতে হবে বলে মনে করেন সাবেক তারকা মাইকেল ওয়েন।
ইংলিশ প্রিমিয়ার লিগে এবার ১৯ ম্যাচেই ছয়টিতে হেরেছে লিভারপুল। ড্র করেছে পাঁচ ম্যাচে। তুলনামূলক শক্তিশালী দলগুলোর চেয়ে দুর্বল কিংবা রেলিগেশন জোনে লড়াই করতে থাকা দলগুলোর বিপক্ষে পয়েন্ট খুইয়েছে তারা। বর্তমানে পয়েন্ট তালিকায় অবস্থান তাদের নবম স্থানে। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়াই এখন মূল চ্যালেঞ্জ দলটির।
ভাগ্য ফেরাতে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে পিএসভি আইন্দহোভেন থেকে গাপকোকে কিনে আনে লিভারপুল। কাতার বিশ্বকাপে এবার নেদারল্যান্ডসের হয়ে দুর্দান্ত পারফর্ম করে আলাদাভাবে নজর কাড়েন তিনি। অনেক ক্লাবই তাকে পেতে চাইলেও শেষ পর্যন্ত তাকে দল টানতে পারে রেডরা। কিন্তু ভাগ্যের বদল হয়নি তাদের। উল্টো সংগ্রাম করছেন গাপকো। চার ম্যাচে খেলেও গোলের দেখা পাননি তিনি। পারেননি তেমন কোনো সহায়তা করতেও।
ফলে এরমধ্যেই গাপকোকে চর্চা শুরু হয়ে গেছে। তবে এ তরুণের পাশে দাঁড়িয়েছেন সাবেক তারকা ওয়েন, 'আমি আসলে তার (গাপকো) জন্য দুঃখিত কারণ সে এমন একটি দলে যে যা সত্যিই ধারাবাহিকতার অভাবে ভুগছে। অতীতে আমরা তাদের যে আত্মবিশ্বাস দেখেছিলাম তা শেষ হয়ে এসেছে।'
'(চেলসির বিপক্ষে) তার (গাপকো) কয়েকটি হাফচান্স ছিল এবং এটা স্পষ্ট যে সে চেষ্টা করছে। আমি নিশ্চিত ভবিষ্যতে সে দলের একটি ভালো স্বাক্ষর হতে চলেছে। কিন্তু এই মুহূর্তে... এমনকি লিওনেল মেসিও এই দলে আসলে মানতে পারব না যে ভালো কিছু হবে, কারণ দলটি সত্যিই সংগ্রাম করছে,' যোগ করেন ওয়েন।
Comments