ইনিয়েস্তার মানের ফুটবল খেলছেন পেদ্রি, বললেন জাভি

ছবি: এএফপি

স্প্যানিশ লা লিগার শিরোপা পুনরুদ্ধারের অভিযানে বার্সেলোনা এগিয়ে চলছে দুরন্ত গতিতে। বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে আছে তারা। কাতালানদের সবশেষ শিকার হয়েছে রিয়াল বেতিস। প্রতিপক্ষের মাঠে জয়ের পর পেদ্রির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন দলটির কোচ জাভি হার্নান্দেজ।

বুধবার রাতে বেতিসের বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে বার্সা। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। সেই সময়ের মলিন দশা ঝেড়ে ফেলে বিরতির পর চেনা রূপে ফেরে জাভির শিষ্যরা। প্রত্যাশিত দাপট দেখায় ক্যাম্প ন্যুর ক্লাবটি। রাফিনহার গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান রবার্ত লেভানদভস্কি। শেষদিকে জুলস কুন্দে আত্মঘাতী গোল করলেও নাটকীয় কিছু আর ঘটেনি।

বার্সেলোনার জয়ে গোল-অ্যাসিস্ট পাননি স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রি। কিন্তু মাঠে ছিল তার প্রাণবন্ত উপস্থিতি। রাফিনহার লক্ষ্যভেদের আগে দুটি ভালো সুযোগ হাতছাড়া করেন ২০ বছর বয়সী তারকা। তবে সতীর্থদের জন্যও দুটি ভালো সুযোগ তৈরি করেন তিনি। এছাড়া, ফাইনাল থার্ডে সবচেয়ে বেশি ৩০টি পাস দেন।

মৌসুমজুড়েই এমন উজ্জ্বল নৈপুণ্য উপহার দিচ্ছেন পেদ্রি। তার পারফরম্যান্সে জাভি যারপরনাই মুগ্ধ। তিনি পেদ্রির মধ্যে খুঁজে পাচ্ছেন তার সাবেক স্পেন ও বার্সা সতীর্থ এবং কিংবদন্তি মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তাকে। ২০১০ সালের বিশ্বকাপের ফাইনালে ইনিয়েস্তার জয়সূচক গোলে চ্যাম্পিয়ন হয়েছিল স্প্যানিশরা। ৩৮ বছর বয়সী তারকা এখনও ক্লাব পর্যায়ে খেলা চালিয়ে যাচ্ছেন জাপানের ভিসেল কোবেতে।

বেতিসকে হারানোর পর গণমাধ্যমের কাছে বার্সা কোচ পেদ্রির বন্দনায় বলেন, 'স্প্যানিশ ফুটবলে আমার দেখা সেরা প্রতিভা হলো আন্দ্রেস। তবে তার সঙ্গে পেদ্রির খুব মিল। সে পার্থক্য গড়ে দিতে পারে, সে এখনই এটা করছে।'

জাভির মতে, পেদ্রি বর্তমানে ইনিয়েস্তার মানের ফুটবল খেলছেন, 'সে (পেদ্রি) এমন একজন খেলোয়াড় যে অন্য পর্যায়ের ফুটবল খেলছে। আমি তার মতো খুব কম খেলোয়াড়কেই দেখেছি। সে প্রতিভাবান, সে ইনিয়েস্তার পর্যায়ে আছে। তবে আন্দ্রেসের এমন ধারাবাহিকতা রয়েছে যে সে এখনও খেলে যাচ্ছে।'

১৯ ম্যাচে ১৬ জয় ও ২ ড্রয়ে লা লিগার শীর্ষে থাকা বার্সার অর্জন ৫০ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে দুইয়ে অবস্থান করছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল। কার্লো আনচেলত্তির শিষ্যদের পয়েন্ট ৪২। ১৯ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে রিয়াল সোসিয়েদাদ। চারে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের পয়েন্ট সমান ম্যাচে ৩৪।

Comments

The Daily Star  | English

Govt cuts interest rates on savings tools

Finance ministry lowers rates on four key savings instruments

2h ago