বার্সাকে নিয়ে ঝাঁঝালো মন্তব্যের পর ক্ষমা চাইলেন মেসির ভাই

বার্সেলোনাকে বরাবরই নিজের বাড়ি বলে মানেন লিওনেল মেসি। এইতো কদিন আগে আরও একবার সে কথা মনে মনে করিয়ে দিয়েছিলেন তিনি। অথচ সেই বার্সেলোনাকে নিয়ে আগের দিন বিরূপ কিছু মন্তব্য করেছিলেন তার ভাই মাতিয়াস মেসি। তবে সেই মন্তব্যের জন্য পরে কাতালান সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।
মূলত মাতিয়াসের ছেলে টমি তার বাবা ও অন্যদের সঙ্গে ভিডিও স্ট্রিমিং সার্ভিস 'টুইচ'-এ আড্ডা দিচ্ছিলেন। সেখানে বার্সেলোনার প্রসঙ্গ উঠতেই খেপে যান মাতিয়াস। এক পর্যায়ে ক্লাবটিকে রীতিমতো এক হাত নেন তিনি। যা পরবর্তীতে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে।
নিজের সন্তান ও বন্ধুদের সঙ্গে কেবল রসিকতা করেছেন জানিয়ে পরে সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে মাতিয়াস লিখেছেন, 'আমি সামাজিকমাধ্যমে যা বলেছি তার জন্য নিজের অবস্থা পরিষ্কার করতে চাই। আমি কেবল আমার ছেলে এবং বন্ধুদের সঙ্গে একটি রসিকতা করছিলাম। আমি কীভাবে বার্সেলোনার মতো বড় ক্লাব এবং এর ইতিহাসের কথা ভাবতে পারি। এই ক্লাব লিওর মতো আমার পরিবারকেও অনেক কিছু দিয়েছে।'
একই সঙ্গে বার্সেলোনা সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন মেসির ভাই, 'আমাদের জন্য, কাতালুনিয়া আমাদের দ্বিতীয় বাড়ি এবং এটি সুপরিচিত। এটা সবাই জানে। আমি খুবই দুঃখিত এবং আমি সবার কাছে ক্ষমা চাইছি, বিশেষ করে বার্সেলোনা ভক্তদের কাছে। শেষে শুধু এতটুকুই বলতে চাই, সামাজিকমাধ্যমে আমার শুধু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টই আছে।'
আগের দিন ছেলে টমির টুইচে মাতিয়াস বলেছিলেন, 'আমরা বার্সেলোনায় ফিরব না। আর যদি ফিরি তাহলে সবকিছু পরিষ্কার করেই ফিরব। হুয়ান লাপোর্তাকে লাথি মেরে বের করব। মেসি বার্সাকে যা দিয়েছে তার প্রতি তার (লাপোর্তার) কোনো কৃতজ্ঞতাবোধ নেই।'
এমনকি মেসির জন্যই বিশ্বব্যাপী বার্সেলোনার পরিচিতি দাবি করে আরও বলেন, 'মেসির জন্যই সবার কাছে এতটা পরিচিতি পেয়েছে বার্সেলোনা। তার আগে তাদের কেউ চিনত না। বার্সেলোনায় গিয়ে কেউ জাদুঘর দেখে থাকলে দেখবেন সেটার পুরোটা মেসির।'
ছাড় পাননি কাতালান সমর্থকরাও। তিনি বলেন, '(বার্সা ছাড়ার সময়) কেউ তাকে সাহায্য করেনি। ওদের উচিত ছিল রাস্তায় নেমে পড়া, লাপোর্তাকে বিদায় করে মেসিকে রেখে দেয়া প্রয়োজন ছিল। কাতালানরা বিশ্বাসঘাতক। মা একবার লিওকে বলেছিল, ওরা তোমাকে রোনালদিনহোর মতো ভোগাবে।'
Comments