ক্লাব বিশ্বকাপ

গোল্ডেন বল জেতা ভিনিসিয়ুসের প্রশংসায় রিয়াল কোচ

ছবি: এএফপি

দুই ম্যাচে তিন গোলের পাশাপাশি এক অ্যাসিস্ট। এমন অসাধারণ নৈপুণ্যে ক্লাব বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতলেন ভিনিসিয়ুস জুনিয়র। পাশাপাশি পেলেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির তারিফ।

গতকাল শনিবার রাতে ২০২২ ক্লাব বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরে লস ব্লাঙ্কোসরা। মরক্কোর রাবাতে অনুষ্ঠিত ফাইনালে তারা ৫-৩ গোলে হারায় আল হিলালকে। জোড়া গোল আসে ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড ভিনিসিয়ুসের পা থেকে। এছাড়া, অভিজ্ঞ ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমার গোলেও অবদান রাখেন তিনি।

ম্যাচের দুই অর্ধে একবার করে লক্ষ্যভেদ করেন ভিনিসিয়ুস। ১৩তম মিনিটে বেনজেমার দারুণ পাসে প্রতিপক্ষের ডি-বক্সে বল পান তিনি। চমৎকার ফিনিশিংয়ে ভেদ করেন নিশানা। এরপর ৬৯তম মিনিটে বদলি দানি সেবায়োসের কাছ থেকে বল পেয়ে জালে বল পাঠান তিনি। দলের চ্যাম্পিয়ন হওয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি তার হাতে ওঠে ম্যাচসেরার পুরস্কার।

ছবি: এএফপি

এর আগে সেমিফাইনালেও ভিনিসিয়ুস হয়েছিলেন ম্যাচসেরা। আল আহলির বিপক্ষে স্প্যানিশ লা লিগার পরাশক্তিদের ৪-১ ব্যবধানের জয়ে গোলের সূচনা করেছিলেন তিনি। ফলে যোগ্য হিসেবেই নির্বাচিত হন আসরের সেরা খেলোয়াড়।

ম্যাচের পর ভিনিসিয়ুসের প্রশংসায় আনচেলত্তি বলেছেন, 'ভিনিসিয়ুস ক্রমাগত উন্নতি করেই যাচ্ছে। গত বছরের শুরু থেকে সে দারুণ খেলছে এবং দলের অগ্রগতির অন্যতম নিদর্শন সে। ধাপে ধাপে এগিয়ে আমরা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছি, এবার জলাব বিশ্বকাপ জিতলাম। সে অনেক ভালো করছে এবং আমরা তাকে নিয়ে আনন্দিত।'

শিষ্যকে নিয়ে রিয়ালের ইতালিয়ান কোচ যোগ করেছেন, 'সে উন্নতি করে যাচ্ছে এবং এখন সে প্রতিটি খেলায় পার্থক্য তৈরি করে দিচ্ছে। সে অনেক বেশি কার্যকর প্রমাণিত হচ্ছে এবং প্রায় প্রতিটি খেলায় গোলদাতাদের তালিকায় তার নাম উঠে আসে।'

Comments

The Daily Star  | English

Modi gives forces ‘operational freedom’

Vows ‘crushing blow to terrorism’ after meeting top security brass; Pak FM fears ‘imminent incursion’

50m ago