কর্নারের সময় আর্সেনালের ডি-বক্সে যাওয়া এমিলিয়ানোর সমালোচনায় কোচ

ছবি: এএফপি

ম্যাচের একদম শেষ মুহূর্ত। অ্যাস্টন ভিলা পিছিয়ে ৩-২ গোলে। সেসময় একটি কর্নার পাওয়ায় গোলপোস্ট ছেড়ে আর্সেনালের ডি-বক্সে গেলেন তাদের গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। তবে সুযোগ কাজে লাগানো তো দূরে থাক, উল্টো পাল্টা আক্রমণে আরেক গোল হজম করে বসল তারা। এতে চটেছেন দলটির স্প্যানিশ কোচ উনাই এমেরি।

গতকাল শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে ৪-২ গোলে হেরেছে ভিলা। ম্যাচের নির্ধারিত সময় পর্যন্ত ছিল ২-২ গোলে সমতা। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে এমিলিয়ানোর আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। তবে কপাল খারাপই বলতে হবে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকার। আর্সেনালের জর্জিনহোর শট ক্রসবারে বাধা পেয়ে ফিরে ঝাঁপিয়ে পড়া এমিলিয়ানোর মাথায় লেগে জড়ায় জালে।

এর পাঁচ মিনিট পর ঘটে ওই ঘটনা। আর্সেনালের রক্ষণভাগ কর্নার প্রতিহত করার পর পাল্টা আক্রমণে ফাঁকা পোস্ট পেয়ে যান ফাবিও ভিয়েইরা। এমিলিয়ানো তখন ধুঁকছিলেন নিজের গোলপোস্টে ফিরতে। বল নিয়ে বেশ খানিকটা এগিয়ে ভিয়েইরা পাস দেন সুবিধাজনক অবস্থানে থাকা গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে। বাকি কাজটা অনায়াসে সারেন তিনি।

পয়েন্ট পাওয়ার জোরালো সম্ভাবনা জাগিয়েও হারের তিক্ত স্বাদ নিতে হয় ভিলাকে। ম্যাচের পর এমেরি প্রকাশ করেন এমিলিয়ানোর গোলপোস্ট ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ, 'আমাদের একটা নির্দিষ্ট গেমপ্ল্যান থাকে। কিন্তু মাঠে খেলোয়াড়দেরকেই সিদ্ধান্ত নিতে হয়। ম্যাচের শেষ মুহূর্তে কর্নারের সময় সে আক্রমণাত্মক ভূমিকায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, যা আমার পছন্দ হয়নি।'

পরিসংখ্যানের আশ্রয় নিয়ে ভিলা কোচ জানান কেন এমন কিছু করার বিপক্ষে তিনি, 'আগে-পরে আমি তাকে এমন কিছুই বলিনি। কারণ, কোচিং ক্যারিয়ারে কখনোই আমি গোলরক্ষকদের এটা করতে বলিনি। যে দলগুলো গোলরক্ষকদের কর্নারের সময় (প্রতিপক্ষের ডি-বক্সে) যেতে বলে পরিসংখ্যানও তাদের বিপক্ষে কথা বলে।'

প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার ১১ নম্বরে আছে ভিলা। ২৩ ম্যাচে তাদের পয়েন্ট ২৮। অন্যদিকে, ২০০৩-০৪ সালে শেষবার প্রিমিয়ার লিগের শিরোপা জেতা আর্সেনাল এবার দীর্ঘ অপেক্ষার ইতি টানার স্বপ্নে বিভোর। ২৩ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে মিকেল আর্তেতার শিষ্যরা অবস্থান করছে শীর্ষে। দুইয়ে থাকা বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৫২। তবে এক ম্যাচ বেশি খেলেছে তারা।

Comments

The Daily Star  | English
bad loans rise in Bangladesh 2025

Bad loans hit record Tk 420,335 crore

It rose 131% year-on-year as of March of 2025

11h ago