দি পলের জন্য দুঃসংবাদ

রিয়াল মাদ্রিদের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচের আগে দুঃসংবাদ পেয়েছেন অ্যাতলেতিকো মাদ্রিদের আর্জেন্টাইন তারকা রদ্রিগো দি পল। চোটের কারণে গুরুত্বপূর্ণ সে ম্যাচে খেলতে পারছেন না এ মিডফিল্ডার। এমনটাই জানিয়েছে মাদিদের সংবাদমাধ্যম মার্কা।

রোববার রাতে স্তাদিও মেত্রোপলিতানোয় লা লিগার ম্যাচে অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে ১-০ গোলে জিতেছে অ্যাতলেতিকো মাদ্রিদ। ম্যাচের ৫৯তম মিনিটে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন দি পল। অ্যাতলেতিকো থেকে নিশ্চিত করে না জানালেও মার্কা জানিয়েছে মাদ্রিদ ডার্বিতে তাকে পাওয়া নিয়ে আশাবাদী নন চিকিৎসকরা।

সংবাদে তারা জানিয়েছে, এই আর্জেন্টাইনের অস্বস্তির মাত্রা নির্ধারণের জন্য মেডিকেল পরীক্ষা করানো হবে। তবে অ্যাতলেতিকো বুঝতে পেরেছে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়া দি পলের পক্ষে খুব কঠিন হবে। 

২০২১ সালে পাঁচ বছরের চুক্তিতে উদিনেসে থেকে অ্যাতলেতিকোতে যোগ দেওয়া দি পল ছন্দহীনতায় এ মৌসুমে খেলতে পেরেছেন কেবল ১৬টি ম্যাচ। যার বড় অংশ খেলেছেন বদলি হিসেবে। তবে সাম্প্রতিক সময়ে নিজের পারফরম্যান্সে উন্নতি করায় শেষ পাঁচ ম্যাচে ছিলেন প্রথম একাদশে। কিন্তু এরমধ্যেই পড়লেন ইনজুরিতে।

২৮ বছর বয়সী এ মিডফিল্ডার আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বিশ্বকাপ থেকে ফিরে ক্লাবেও নিজের ছন্দ ফিরে পেতে শুরু করেন। যে কারণে রিয়ালের বিপক্ষে তার খেলা দেখার অপেক্ষায় ছিলেন মাদ্রিদ সমর্থকরা। দি পল ছাড়াও চোটের কারণে রিয়ালের বিপক্ষে খেলতে পারবেন না মেমফিস ডিপাইও। 

লা লিগায় এবার শিরোপা লড়াই থেকে অনেকটাই ছিটকে গেছে অ্যাতলেতিকো। চতুর্থ স্থান সুদৃঢ় করে আগামী মৌসুমের জন্য চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়াই এখন তাদের মূল লক্ষ্য। ডার্বি ম্যাচটি তাদের জন্য তাই বেশ গুরুত্বপূর্ণ। আর ছন্দে থাকা এ খেলোয়াড়দের অনুপস্থিতি সে লক্ষ্যে নিঃসন্দেহে বড় ধাক্কা দলটির জন্য।

Comments

The Daily Star  | English

NCP leaders, activists attacked in Gopalganj following rally

Chase and counter-chase were seen between law enforcers and BCL activists in the area

1h ago