প্রাপ্য বলেই রিয়ালে চালিয়ে যেতে চান মদ্রিচ
বয়সটা ৩৭ ছাড়িয়েছে লুকা মদ্রিচের। এ বয়সে অনেক নামীদামী তারকারা তুলে রেখেছেন নিজেদের বুট। সেখানে এখনও তরুণদের সঙ্গে পাল্লা দিয়েই খেলে যাচ্ছেন এ ক্রোয়েশিয়ান মিডফিল্ডার। তাও আবার বিশ্বের সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদে।
তবে চলতি মৌসুম শেষেই রিয়ালের সঙ্গে চুক্তির মেয়াদ ফুঁড়বে মদ্রিচের। যে ছন্দে খেলছেন মদ্রিচ তাতে আরও এক মৌসুমের জন্য তার সঙ্গে চুক্তি নবায়ন করা হবে বলেই গুঞ্জন ফুটবল মহলে। আর এমনটা হলে তাতে অনুগ্রহের কিছু দেখছেন না এ মিডফিল্ডার। রিয়ালে খেলার যোগ্যতা রয়েছে বলেই খেলবেন বলে জানান তিনি।
মঙ্গলবার রাতে অ্যানফিল্ডে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে লিভারপুলের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তার সঙ্গে রিয়াল চুক্তি নবায়ন করবে কি-না জানতে চাইলে মদ্রিচ বলেন, 'এই পর্যায়ে গত বছরের মতো আমি চুক্তি নবায়ন নিয়ে এখনও ক্লাবের সঙ্গে কথা বলিনি।'
'এই (চুক্তি নবায়ন বিষয়ে) প্রশ্নগুলো কিছুটা বিরক্তিকর কারণ আমি সবসময় একই কথা বলি: আমি ভাল অনুভব করছি এবং আমি রিয়াল মাদ্রিদে চালিয়ে যেতে চাই। আমাকে ক্লাবের সঙ্গে কথা বলতে হবে, আমি চালিয়ে যেতে চাই কারণ আমি প্রাপ্য, এটি কোনো উপহার নয়। আমাকে বিনামূল্যে কিছু দেওয়া হয়নি,' যোগ করেন মদ্রিচ।
শুধু ক্লাব ফুটবলই নয়, এখনও জাতীয় দলেও খেলে যাচ্ছেন মদ্রিচ। তবে এ বয়সে একই সঙ্গে ক্লাব ও জাতীয় দলে চালিয়ে যাওয়া বেশ কঠিনই হয়ে যায় খেলোয়াড়দের জন্য। তাই অনেক ক্লাবই ক্যারিয়ারের এমন সময়ে জাতীয় দল থেকে অবসর নেওয়া কথা বলে। তবে রিয়ালের ধরণ এমন নয় বলে জানান মদ্রিচ।
'বিশ্বকাপের পর আমার পরিকল্পনা ছিল নেশন্স লিগ পর্যন্ত চালিয়ে যাওয়া। এর পর আমি এটা নিয়ে আর ভাবিনি। আমি এখনও সিদ্ধান্ত নিইনি। আমি নেশন্স লিগ শেষ করতে চাই তারপর দেখব। রিয়াল মাদ্রিদ আমাকে কখনোই জাতীয় দল থেকে অবসর নিতে বলেনি। এ ধরণের আল্টিমেটাম দেওয়া এ ক্লাবের স্টাইল না,' বলেন মদ্রিচ।
সাম্প্রতিক সময়ে মাঝমাঠে তরুণদের উপর আস্থা রাখছে রিয়াল। তার মতো টনি ক্রুসও শেষের পথে। কাসেমিরোকে মৌসুমের শুরুতেই ছেড়ে দিয়েছে ক্লাবটি। তবে অভিজ্ঞরা না থাকলেও তেমন কোনো সমস্যা দেখছেন না মদ্রিচ। তরুণ খেলোয়াড় বিশেষ করে আওরেলিয়েন চুয়ামিনি ও এদুয়ার্দো কামাভিঙ্গারা দারুণ খেলছেন। বরুশিয়া ডর্টমুন্ড থেকে আরেক তরুণ জুড বেলিংহ্যামকেও পেতে মরিয়া হয়ে উঠেছে তারা।
তরুণদের প্রশংসা করে মদ্রিচ বলেন, 'তরুণরা খুব ভালো করছে, তাদের সামনে সুন্দর ভবিষ্যৎ রয়েছে। এটা (ভবিষ্যৎ) নির্ভর করবে তারা এখানে কি করে তার উপর, তাদের শেখার জন্য কাজ করতে হবে। ক্লাব একটি কারণে তাদের উপর বিনিয়োগ করেছে, তারা এরমধ্যে ভালো করছে এবং আরও ভাল করতে চলেছে। বেলিংহাম একটি পৃথক ব্যাপার, আমাদের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।'
Comments