উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

‘ভিনিসিউস বিশ্বের সবচেয়ে ফল নির্ধারক ফুটবলার’

Vinicius Junior
ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগ মানেই যেন রিয়াল মাদ্রিদের দাপট, চ্যাম্পিয়ন্স লিগ মানেই যেন স্প্যানিশ জায়ান্টের দুর্দান্ত সব ঘুরে দাঁড়ানোর গল্প। মঙ্গলবার রাতে সেই ম্যাজিক দেখা গেল আরেকবার। লিভারপুলের বিপক্ষে দুই গোল হজম করে পাঁচ গোল দিয়ে রিয়ালের জেতার ম্যাচে দুর্দান্ত ছন্দে ছিলেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়র। রিয়াল কোচ কার্লো আনচেলেত্তির মতে, বিশ্ব ফুটবলেই এখন সবচেয়ে ফল নির্ধারক খেলোয়াড় এই তারকা। 

মঙ্গলবার রাতে লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে দাপট দেখায় রিয়াল। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ম্যাচ জিতে নেয় ৫-২ গোলে। 

দলের জয়ে জোড়া গোল করেন ভিনিসিউস। আরও দুই গোলে আছে তার অবদান। তার একটি আক্রমণ থেকে তৈরি হয় তৃতীয় গোলের সুযোগ। করিম বেনজেমার করা এক গোলেও অ্যাসিষ্ট আসে তার পা থেকে।  পুরো মাঠ জুড়ে গতি আর নান্দনিকতার পসরা মেলে ধরেন ২২ পেরুনো ব্রাজিলিয়ান তারকা। 

ম্যাচ শেষে তাই এদিনে দলের সেরা ভিনিসিউসকে নিয়ে উচ্ছ্বাসে ভাসলেন রিয়াল কোচ, বিশাল মন্তব্যে তাকে তুললেন উঁচুতে,  'আজ, আমার ব্যক্তিগত অভিমত হলো, সে বিশ্ব ফুটবলের সবচেয়ে ফল নির্ধারক খেলোয়াড়।' 

'সে থামে না। সে ড্রিবল করে, অ্যাসিষ্ট করে, গোল করে। এখন সে সবচেয়ে নির্ধারক। আশা করছি এই ধারা সে অব্যাহত রাখতে পারবে।' 

কোয়ার্টার ফাইনালে যেতে দ্বিতীয় লেগে তিন গোলে এগিয়ে থাকার সুযোগ পাচ্ছে রিয়াল। নিজেদের মাঠে কাজটা করতে খুব একটা কঠিন কিছু দেখছেন না আনচেলেত্তি,  'আমি জানি আমরা এই এগিয়ে থাকা মাদ্রিদে ৯০ মিনিটে অনায়াসে ধরে রাখতে পারব।' 

চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলেরও ইতিহাস উজ্জ্বল। রিয়ালের সঙ্গে তাদের আছে দুর্দান্ত সব ম্যাচ। কিন্তু সম্প্রতি সময়টা ভালো যাচ্ছে না অল রেডসদের। আনচেলেত্তি অবশ্য প্রতিপক্ষকে দিচ্ছেন প্রাপ্য সম্মান। বড় ব্যবধানে জিতলেও দুই দলের প্রতিদ্বন্দ্বিতার জের এখন তরতাজা ভাবেন তিনি,  'লিভারপুল খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল। তারা আমাদের জন্য অনেক কঠিন পরিস্থিতি তৈরি করে। দুর্ভাগ্যজনকভাবে এই লড়াই শেষ হয়নি।' 

'তারা এখনো দুর্দান্ত দল। তারা তীব্রতা আর গতি নিয়ে খেলে। ইউরোপে এরকম দল আসলে কঠিন।'

'তারা বদলায়নি। কিন্তু আমরা একটা পরিকল্পনা নিয়ে নেমেছিলাম। আগের সময়ের চেয়ে আমাদের পরিকল্পনা ভিন্ন ছিল।' 

 

Comments

The Daily Star  | English
Domestic violence killing women in Bangladesh

Domestic violence in Bangladesh: When numbers speak of the silence

When we are informed that 133 women have been killed by their husbands in seven months, it is no longer just a number.

7h ago