হত্যার হুমকি পেলেন চেলসি কোচ ও তার পরিবার
সময়টা একদমই ভালো কাটছে না চেলসির। তারকাবহুল দল নিয়েও খাবি খাচ্ছে তারা। এই বাজে অবস্থার জন্য অনেক সমর্থক দায়ী করছেন ক্লাবটির কোচ গ্রাহাম পটারকে। এমনকি হত্যার হুমকিও দেওয়া হয়েছে তাকে ও তার পরিবারকে।
অজ্ঞাতনামা ব্যক্তিদের কাছ থেকে হুমকি পাওয়ার কথা নিজেই জানিয়েছেন পটার। গতকাল শুক্রবার গণমাধ্যমের কাছে তিনি বলেছেন, 'আমি যেমন সমর্থন পেয়েছি, তেমনি কিছু মেইলে এমন বার্তা পেয়েছি, যা ভালো ব্যাপার নয়। আমার মৃত্যু এবং আমার সন্তানদের মৃত্যু চাওয়া হয়েছে। এমন কিছু পাওয়া নিশ্চয়ই আনন্দের কিছু নয়।'
সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১৪ ম্যাচের মাত্র দুটিতে জিতেছে চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় তাদের অবস্থান দশ নম্বরে। ২৩ ম্যাচে ৮ জয় ও ৭ ড্রয়ে তাদের পয়েন্ট মাত্র ৩১। কাগজে-কলমে টিকে থাকলেও আসরের শিরোপার লড়াই থেকে তারা ছিটকে গেছে বললেই চলে। প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষ চারে থেকে পরের মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলাই এখন তাদের অনিশ্চয়তার মুখে।
হুমকি পেয়ে আতঙ্কিত হয়ে পড়ার কথা গোপন করেননি পটার, 'আপনি দুটি উপায়ে এটার উত্তর দিতে পারেন। আমি বলতে পারি যে আমি পাত্তা দিচ্ছি না, কিন্তু সেটা মিথ্যা বলা হবে। সবাই চিন্তা করে যে মানুষ কী ভাবছে? কারণ, আমাদের সমাজের সঙ্গে যুক্ত থাকার সহজাত প্রবৃত্তি রয়েছে।'
এমন অপ্রত্যাশিত ঘটনায় সীমা অতিক্রম করা হয়েছে বলে মনে করছেন ৪৭ বছর বয়সী পটার, 'এটা আমার জন্য সুখকর নয়, আমার পরিবারের জন্যও সুখকর নয়। আপনি সমালোচনা মেনে নেন, একটি ম্যাচ হেরে গেলে আপনি বিদ্রূপের শিকার হওয়াও মেনে নেন... তবে অবশ্যই একটি সীমারেখা আছে। এই ক্ষেত্রে সেটা অতিক্রম করা হয়েছে।'
Comments